![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : একদিনের জন্য গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনরের শীর্ষ এক্সিকিউটিভ হয়েছেন বাংলাদেশের রেনেকা আহমেদ অন্তু।
প্রতিবছর আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে তরুণীদের সাম্য, স্বাধীনতা ও প্রতিনিধিত্বে উৎসাহ দিতে বিশ্বব্যাপী মিডিয়া, বিনোদন, ব্যবসা ও রাজনীতির ক্ষেত্রে শীর্ষস্থানীয় পদে একদিনের জন্য তরুণ নারীদের প্রতীকি দায়িত্ব দেয়া হয়।
এবার বাংলাদেশ, নরওয়ে ও মিয়ানমার হতে টেলিনরের ম্যানেজমেন্টে ভূমিকা গ্রহণের জন্য তিন দেশের তিন তরুণীকে নির্বাচিত করা হয়। এরমধ্যে টেলিনরের গ্রুপ এক্সিকিউটিভ পদে বাংলাদেশ থেকে নির্বাচিত হন রেনেকা ।
গ্রামীণফোন জানায়, অল্পবয়স থেকেই রেনেকা নারী অধিকার ও লৈঙ্গিক সমতা নিয়ে কাজ করে আসছেন। ২০২০ সালে ইয়ুথ অ্যাডভোকেট হিসেবে সে শীর্ষ পর্যায়ে রাজনৈতিক ফোরামে অংশগহণ করে। নৃবিজ্ঞানে পড়াশোনা করা রেনেকা সমাজে কন্যা, তরুণী ও নারীদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সক্রিয়ভাবে কাজ করে আসছে।
রেনেকা আহমেদ অন্তু বলেন, একজন নারী ও সচেতন নাগরিক হিসেবে নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে নিজের অধিকারের বাস্তবায়ন চাই। সবারই উচিৎ নারীদের সম্মান করা এবং সরকারি ও বেসরকারি খাতে তাদের অবদানের মূল্য দেয়া।
টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে বলেন, প্রযুক্তিখাতে মেধাবীদের যুক্ত হওয়ার ক্ষেত্রে যেসব বিষয় অন্তরায় হিসেবে কাজ করছে তা দূরীকরণে আরও কাজ করতে হবে।
এডি/২০২০/অক্টোবর২৭/০৪৩০
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি