Techno Header Top and Before feature image

শত বার মহাকাশ মিশন পরিচালনা স্পেসএক্সের

স্পেসএক্সের স্যাটেলাইট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দ্রুত গতির ইন্টারনেট সেবা দিতে মহাকাশে স্টারলাইট স্যাটেলাইট স্থাপনের কাজ করছে স্পেসএক্স।

তারই অংশ হিসেবে শনিবার ৬০টি স্টারলিংক স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়। ফ্যালকন ৯ রকেটে করে ৬৩ মিনিটেই কক্ষপথে এগুলো পৌঁছে গেছে।

এ নিয়ে ১০০ বার রকেট উৎক্ষেপণের মাইলফলক স্পর্শ করলো স্পেসএক্স। এর মধ্যে ফ্যালকন ৯ উৎক্ষেপণ করা হয়েছে ৯৫ বার। ফ্যালকন হ্যাভি তিন বার ও ফ্যালকন ১ দুইবার করে মহাকাশে পাঠিয়েছে স্পেসএক্স।

তবে স্পেসএক্সের সাফল্য শতভাগ নয়, ব্যর্থতাও আছে। এ পর্যন্ত ফ্যালকন ১ এর উৎক্ষেপণ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে তিন বার। ফ্যালকন ৯ এর উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে এক বার। এছাড়াও, ২০১৬ সালে পরীক্ষা-নিরিক্ষা চালানোর সময় একটি ফ্যালকন ৯ রকেটে আগুন ধরে।

গত ৬ ও ১৮ অক্টোবরও ৬০টি করে রকেট পাঠায় স্পেসএক্স। এ পর্যন্ত ৮৯৫টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে স্পেসএক্স।

‌তবে এক গবেষণায় দেখা গেছে মোট ৩ শতাংশ স্যাটেলাইটের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে ইলন মাস্কের কোম্পানি। এছাড়াও, কক্ষপথ থেকে ৫৫টি স্যাটেলাইট খোদ স্পেসএক্সই সরিয়ে নিয়েছে।

স্পেস নিউজ অবলম্বনে এজেড/ অক্টোবর ২৬/২০২০/১৩১৮

আরও পড়ুন –

মিসাইল ট্র্যাকিং স্যাটেলাইট বানাবে স্পেসএক্স

স্পেসএক্স ও নাসার ক্রু ড্রাগন মিশন সফল

প্রথমবার নভোচারীসহ উড়লো স্পেসএক্সের রকেট

ইলন মাস্ক আগামীর স্টিভ জবস নয় 

মহাকাশে হারিয়ে যাচ্ছে স্টারলিংক প্রকল্পের স্যাটেলাইট

*

*

আরও পড়ুন