![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: এটি একটি স্যালাইভা গ্ল্যান্ড। যা মানুষের মুখের উপরিভাগকে ভেজা রাখে এবং থুতু তৈরি করে। ইতিপূর্বে এই গ্ল্যান্ডটির কথা বৈজ্ঞানিকরা জানতো না ফলে রেডিয়েশান থেরাপিতে এই অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়ে রোগীরা পার্শপ্রতিক্রিয়া অনুভব করতো।
প্রস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করার সময়ে এই অঙ্গটি আবিষ্কার হয়।
নেদারল্যান্ডস ক্যান্সার ইন্সটিটিউটের গবেষকরা মনে করেন ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশান দেওয়ার সময়ে নতুন আবিষ্কৃত এই অঙ্গটিকে যদি রেডিয়েশান থেকে রক্ষা করা যায় তাহলে রোগীর শরীরে বিরূপ প্রভাব কমে আসবে ও সামগ্রিক অভিজ্ঞতার উন্নতি হবে।
উল্লেখ্য, নতুন আবিষ্কৃত এই অঙ্গটি নেদারল্যান্ডস ক্যান্সার ইন্সটিটিউটের বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন।
মানবদেহে নতুন আবিষ্কৃত অঙ্গটি আরও কার্যকরভাবে ক্যান্সারের চিকিৎসা প্রদানে সহায়তা করবে।
সিটিভি অবলম্বনে, এমআর/অক্টোবর ২৬/২০২০/১২১৪
আরও পড়ুন –
ক্যান্সার শনাক্তে মানুষকে টেক্কা দিলো এআই
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি