ফ্রান্সের সাইবার স্পেসে বাংলাদেশি হ্যাকারদের হানা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্রান্সের সাইবার স্পেসে হানা দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।

আজ (২৫ অক্টোবর ২০২০) ‘সাইবার ৭১’ নামের একটি হ্যাকার গ্রুপ নিজেদের ফেইসবুক পেইজে এ ধরনের হামলার কথা স্বীকার করে।

এই হ্যাকারগোষ্ঠী বেশ কিছু ফ্রেঞ্চ সাইটের নিয়ন্ত্রণ নেয়।

Techshohor Youtube

একই সঙ্গে জনসাধারণকে ফ্রান্সের গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে একযোগে ডিডোস হামলার আহ্বান করে হ্যাকাররা। ডিডোস মূলত কোনো সাইটকে সাময়িকভাবে অকার্যকর বা ডাউন করার ক্ষেত্রে প্রয়োগ করা হয়।

হ্যাকার গ্রুপটি বলছে, তারা ফ্রান্সের প্রেসিডেন্ট কর্তৃক রাষ্ট্রীয়ভাবে মহানবী (সা.)-কে অবমাননা করে ধৃষ্টতাপূর্ণ কার্টুন জনসমক্ষে প্রচারের প্রতিবাদে এই সাইবার হামলা করেছে।

টিআর/অক্টোবর ২৫/২০২০/১৯৫০

*

*

আরও পড়ুন