Techno Header Top

সিনেমা হলে নয়, বন্ড দেখা যাবে স্ট্রিমিং প্ল্যাটফর্মে

জেমস বন্ড 'ড্যানিয়াল ক্রেগ। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জেমস বন্ড সিরিজের নতুন সিনেমা ‘নো টাইম টু ডাই’ মুক্তি পাওয়ার কথা ছিলো চলতি বছরের এপ্রিলে।

কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায়। পিছিয়ে যায় নতুন বন্ড সিনেমাটির মুক্তি।

তবে এবার আর প্রোডাকশন কোম্পানি মেট্রো-গোল্ডউইন-মেয়ার (এমজিএম) অপেক্ষা করতে চাচ্ছে না। মুক্তির তারিখ পেছানোতে ইতোমধ্যে তাদের ৩০ থেকে ৫০ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নিতে কোনো ছাড় দেবে না তারা। তাই সব মিলয়ে ‘নো টাইম টু ডাই’ সিনেমাটি কিনতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে ৬০০ মিলিয়ন ডলার (৬০ কোটি ডলার) খরচ করতে প্রস্তুত থাকতে হবে।  স্ট্রিমিং প্ল্যাটফর্ম অ্যাপল প্লাস, নেটফ্লিক্স নাকি অ্যামাজন প্রাইম সিনেমাটি কিনবে তা এখনও জানা যায়নি।

আগামী বছরের ২ এপ্রিল বন্ড সিরিজের ২৫তম সিনেমাটি মুক্তি দিতে পারে এমজিএম। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৫০ মিলিয়ন ডলার (২৫ কোটি ডলার)। শুটিং হয়েছে ইংল্যান্ড, ইতালি, নরওয়ে, জ্যামাইকার বিভিন্ন শহরে।

বরাবরের মতোই সিনেমায় ড্যানিয়েল ক্রেগ থাকবেন বন্ড চরিত্রে। ভিলেনের চরিত্রে রহস্যময় এক সন্ত্রাসীর চরিত্রে দেখা যাবে অস্কারজয়ী অভিনেতা রামি মালেককে।

ভ্যারাইটি অবলম্বনে এজেড/ অক্টোবর ২৫/২০২০/১৩৪২

*

*

আরও পড়ুন