![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রের ভোট গ্রহণের নিয়ম কিছুটা আলাদা। ভোটাররা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেন। সেই প্রতিনিধিরা ভোট দিয়ে প্রেসিডেন্ট বেছে নেন।
প্রথম ধাপ হিসেবে আপাতত সাধারণ মানুষের ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত ভোট জমা পড়েছে ৫ কোটি ১৫ লাখ। এর মধ্যে নাসার এক নভোচারির ভোটও আছে। নভোচারি কেট রুবিন ভোট দিয়েছেন ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার (আইএসএস) থেকে। নাসা অ্যাস্ট্রোনাটসের অফিশিয়াল টুইটার পেইজ থেকে ভোট প্রদানের পর রুবিনের একটি ছবি পোস্ট করা হয়।
নাসা জানিয়েছে, নভোচারিরা ভোট দিতে চাইলে তাদেরকে প্রথমে আবেদন করতে হবে। তাদের ভোট প্রদানের ইচ্ছা সম্পর্কে জানার পর নাসা সব ব্যবস্থা করে দেবে।
নাসা টেক্সাস অঙ্গরাজ্যে অবস্থিত। তাই সেখানকার নির্বাচনী অফিসে আছে বিশেষ পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড দিয়েই নাসার নভোচারিদের ভোট ডাউনলোড করা হয়।
মার্কিন নির্বাচনের আর মাত্র ১১ দিন বাকি। শেষ সময়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের জো বাইডেন।
বিবিসি অবলম্বনে এজেড/ অক্টোবর ২৪/২০২০.১৭৩২
আরও পড়ুন
‘আই লাভ নাসা’ ইলন মাস্কের পাসওয়ার্ড!
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি