![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বড় বড় তারকারা পণ্যের প্রচারণা করে ইনস্টাগ্রাম থেকে বহু অর্থ আয় করেন।
ফলোয়ার বেশি হলে আয়ও বেড়ে যায়। পণ্যের ছবি দিয়ে শুধু ক্যাপশন লিখলেই হয় না। কিভাবে বিজ্ঞাপন দিলে তা সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে তা নিয়ে প্রতিনিয়তই চলছে পরীক্ষা-নিরিক্ষা। সম্প্রতি গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী বিলি আইলিশ তার জুতার ছবি স্টোরিজে পোস্ট করার পর ভাগ হয়েছে গেছে ইন্টারনেট দুনিয়া।
এটি তারা নিজের পোস্ট নাকি পেইড পোস্ট তা জানা যায়নি। তবে আখেরে লাভ হয়েছে জুতা নির্মাতা নাইকি কোম্পানির।
বিলি আইলিশ যে জুতার ছবি পোস্ট করেছেন তাতে তিনটি রঙ দেখা যাচ্ছে। তবে সবাই সব রঙ দেখছেন না। কেউ দেখছেন হোয়াইট-মিন্ট, তো কেউ দেখছেন হোয়াইট-পিঙ্ক। কেউ কেউ আবার পিঙ্ক-মিন্ট রঙটিও দেখছেন। অর্থাৎ চোখকে ধোঁকা দেওয়ার মতো রঙের মিশেলে জুতা বানিয়েছে নাইকি।
এই ধোঁকায় ভুলে বিলি ভক্তরা টুইটারে ও ইনস্টাগ্রামে শুরু করেন বিতর্ক। পরে বিলি আইলিশ নিজেই জানান জুতার রঙ হোয়াইট-মিন্ট। প্রথমবার জুতা দেখে তার বাবাও নাকি ভুল করে হোয়াইট-পিঙ্ক বলেছিলেন।
অনলাইনে নাইকির জুতাটির বিজ্ঞাপনে লেখা রয়েছে হোয়াইট-মিন্ট। ঘরের ভিতরে মিণ্টের প্রভাবে সেভাবে বোঝা যায় না। বাইরে বের হলে হবেই হালাকা এই রঙ চোখে পড়ে।
ইনস্টাইল অবলম্বনে এজেড/ অক্টোবর ২৪/২০২০/১১৫৬/১১৫৮
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি