Techno Header Top and Before feature image

লোগোর ডিজাইনে তৈরি হচ্ছে এটারি হোটেল

এটারি হোটেল। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও কনসোল ও আরকেড গেইমসের নির্মাতা কোম্পানি এটারির লোগো এবার হোটেলের রূপ পাচ্ছে।

১৯৮০ সালের দিকে সাড়া জাগানো এই কোম্পানির লোগো হোটেলটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের জিএসডি গ্রুপ। 

আপাতত তারা লাস ভেগাস ও অ্যারিজোনায় হোটেল নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। অস্টিন, শিকাগো, ডেনভার, স্যান ফ্রান্সিসকো, স্যান জোস ও সিয়াটলেও তারা হোটেল নির্মাণ করবে।

জিএসডি জানিয়েছে, ভিডিও গেইমসের অতীত, বর্তমান ও ভবিষ্যতের মিশেলে এই হোটেল তৈরি করা হবে। এখানে গেইম খেলারও সুবিধা থাকবে। হোটেলের ডিজাইন কেমন হবে তার ছবিও প্রকাশ করেছে তারা।

অনেকগুলো কোম্পানির যৌথ বিনিয়োগে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয় এটারি ইনকর্পোরেশন ব্র্যান্ডটি। তাদের হাত ধরেই আরকেড গেইমস ও ভিডিও গেইম কনসোল তৈরির প্রচলন শুরু হয়।

এটারি ইঙ্কের সবচেয়ে আলোচিত দুটি পণ্য ছিলো পং ও ভিডিও কম্পিউটার সিস্টেম এটারি ২৬০০।
 
ট্রাভেল অ্যান্ড লেইজার অবলম্বনে এজেড/ অক্টোবর ২৩/২০২০/১১২২

*

*

আরও পড়ুন