হোয়াটসঅ্যাপ ওয়েবে আসছে ভিডিও কলের সুবিধা

কিউআর কোড স্ক্যানে কাজ করে হোয়াটসঅ্যাপ ওয়েব। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হোয়াটসঅ্যাপ ওয়েব অ্যাপে যুক্ত হচ্ছে ভয়েস কল ও ভিডিও কলের ফিচার। পরবর্তী সংস্করণ ২.২০৪৩.৭ এ ফিচার দুটি আনতে কাজ করছে হোয়াটসঅ্যাপ।

ওয়েবেটা ইনফো ওয়েবসাইট জানিয়েছে, শুধু প্রাইভেট চ্যাটে নয়, গ্রুপ চ্যাটেও অডিও ও ভিডিও কল দেওয়া যাবে।

ফিচারটি উন্মুক্ত হলে, সার্চ বাটনের পাশে অডিও ও ভিডিও কলের বাটন দেখা যাবে। ওয়েবেটা ইনফোতে প্রকাশিত কিছু স্ক্রিনশটে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, কল আসলে পপআপ উইন্ডো দেখা যাবে। এতে কল ধরার বা কেটে দেওয়ার অপশন থাকবে।

Techshohor Youtube

করোনাভাইরাস ছড়ানোর পর ভিডিও কলিং অ্যাপের ব্যবহার বেড়ে যায়। সামাজিক যোগাযোগ রক্ষার্থে মানুষ এখন অডিও বা ভিডিও কলের উপর অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি নির্ভরশীল। তাই ফোনের মতো হোয়াটসঅ্যাপ ওয়েবেও কল করার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

বিবোম অবলম্বনে এজেড/ অক্টোবর ২০/২০২০/১৩১৫

আরও পড়ুন –

ওয়েবেও ফিঙ্গারপ্রিন্ট সিকিউরিটি আনছে হোয়াটসঅ্যাপ

৪ ডিভাইসে চলবে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে ৮ জন মিলে ভিডিও চ্যাটের সুবিধা 

পুরানো ডিভাইসে বন্ধ হোয়াটসঅ্যাপ

*

*

আরও পড়ুন