
ফেইসবুক। ছবি : ইন্টারনেট
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের ১০০ ভাষা অনুবাদের জন্য মেশিন লার্নিং ট্রান্সলেটর উন্মুক্ত করেছে ফেইসবুক।
এ বিষয়ে ফেইসবুকের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যাঞ্জেলা ফ্যান বলেন, কয়েক বছর ধরে ফেইসবুকের মেশিন লার্নিং নিয়ে কাজের পর এই মাইলফলক অর্জিত হয়েছে।
নতুন মডেলটি অন্যান্য সিস্টেমের চেয়ে নিখুঁতভাবে কাজ করবে। কারণ অনুবাদের জন্য এটি ইংরেজি ভাষার উপর নির্ভর করবে না। অন্যান্য সিস্টেমে যখন চাইনিজ থেকে ফ্রেঞ্চ ভাষা অনুবাদ করা হয় তখন ইংরেজি মধ্যবর্তী ভাষা হিসেবে ব্যবহৃত হয়। যেমন প্রথমে চাইনিজ থেকে ইংরেজি অনুবাদ করে তারপর ইংরেজি থেকে আবার ফ্রেঞ্চে অনুবাদ করতে হয়। কিন্তু ফেইসবুকের মেশিন লার্নিং সিস্টেমটি সরাসরি চাইনিজ থেকে ফ্রেঞ্চ অনুবাদে সক্ষম।
এছাড়াও, ওপেন সোর্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট সফটওয়্যারটি ১৬০টি ভাষার কনটেন্ট অনুবাদ করতে সহায়তা করবে। এতে দুইশ’ কোটি ফেইসবুক ব্যবহারকারী উপকৃত হবেন।
ইতোমধ্যে এটি নিউজ ফিডের ২ হাজার কোটি কনটেন্ট অনুবাদ করতে পারছে। ভবিষ্যতে এই সিস্টেমের আরও উন্নতি ঘটবে।
অ্যাঞ্জেলার মতে, সারা বিশ্বের মানুষকে কাছাকাছি আনতে মেশিন লার্নিং ট্রান্সলেশন খুব গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন –
ভূমিকম্প সনাক্ত করবে মেশিন লার্নিং!
মেশিন লার্নিং ও এআই শেখাবে গুগল
প্রযুক্তির ভবিষ্যৎ মেশিন লার্নিং, প্রয়োজন পড়বে দক্ষদের
ফেইসবুকে ট্রান্সলেশনের কাজ করবে এআই
সিটিভি নিউজ অবলম্বনে এজেড/ অক্টোবর ২০/২০২০/১১