![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গ্রাহক পর্যন্ত সংযোগ স্থাপনে ঝুলন্ত তার মাটির নীচ দিয়ে টানবেন আইএসপিএবি এবং কোয়াব।
নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ইন্টারনেট ও ডিস সেবাদাতারা নিজ খরচে মাটির নিচ দিয়ে গ্রাহকের কাছে সংযোগ পৌঁছে দেবে।
আর এই সময়ে সেবাদাতাদের কোনো তার কাটবে না ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
রোববার দক্ষিণ নগরভবনে মেয়র শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নেতারা বৈঠক করেন।
বৈঠক শেষে সবাই এই ঐক্যমতে পৌঁছেছেন বলে জানান মেয়র তাপস।
‘ঢাকা শহরকে তারের জঞ্জালমুক্ত করতে চাই। যৌথভাবে কাজ করলে সেটা সম্ভব হবে। সেখানে ঐকমত্য হয়েছে’ বলছিলেন তিনি।
মেয়র বলেন, আজকের পর থেকে আর কাটা হবে না। সিদ্ধান্ত হয়েছে সেবাদাতারা নিজ খরচে মাটির নিচ দিয়ে তারের সংযোগ নেবেন এবং সঙ্গে সঙ্গে উপরে ঝুলন্ত তার কেটে দেবেন। তারা কমিটমেন্ট দিয়েছেন নভেম্বরের মধ্যেই এটা শেষ করবেন।
সেবাদাতারা সিটি করপোরেশনের রাস্তা খোঁড়ারও অনুমতি পেয়েছেন। এ জন্য সব ব্যয় সিটি করপোরশেন করবে।
আর এখন থেকেই গ্রাহকের কাছে লাস্ট মাইল সংযোগ পৌঁছাতে কাজ শুরুর কথা জানান আইএসপিএবি সভাপতি এম এ হাকিম।
এরআগে শনিবার সন্ধ্যায় সারাদেশে ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধের কর্মসূচি স্থগিত করে আইএসপিএবি এবং কোয়াব।
গ্রাহক পর্যন্ত সংযোগ স্থাপনে ঝুলন্ত তারের বিকল্প ব্যবস্থা না করে তার কাটায় ইন্টারনেট ও ডিস সংযোগ বন্ধ করার এই কর্মসূচি দিয়েছিলেন তারা।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেনসহ দক্ষিণ সিটি করপোরেশন এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করেন তারা।
তার আগে গত ১২ অক্টোবর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আইএসপিএবি এবং কোয়াব এই ঝুলন্ত তার না কেটে বিকল্প সমাধানে ৫ দফা দাবি দিয়ে ১৭ অক্টোবর পর্যন্ত আল্টিমেটাম বেধে দিয়েছিলেন।
এই পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, লাস্ট মাইল ক্যাবল বা গ্রাহক পর্যন্ত সংযোগের স্থায়ী সমাধান না করা পর্যন্ত কোনো ঝুলন্ত ক্যাবল অপসারণ যাবে না, আইএসপিএপি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি করপোরেশন সমন্বয়ে লাস্ট মাইল ক্যাবল স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিত করণে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্তের ব্যবস্থা করা।
এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক বাসা-বাড়ি, অফিস ও ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবার মূল্য নির্ধারণ, গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবা স্বল্পমূল্যে দিতে এনটিটিএন এর মূল্য সরকারের নির্ধারণ এবং গ্রাহক পর্যায়ে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের নিশ্চয়তার পক্ষে এনটিটিএনগুলো সার্বিক সক্ষমতা আছে কিনা তা যাচাই।
এডি/২০২০/অক্টোবর১৮/১৬২০
আরও পড়ুন
সারাদেশে ইন্টারনেট ও ডিস বন্ধের কর্মসূচি স্থগিত
সারাদেশে ইন্টারনেট মিলবে এক দামে
ইন্টারনেটে ভ্যাট নিয়ে এনবিআরকে লিগ্যাল নোটিশ, মামলার প্রস্তুতি