Samsung IM Campaign_Oct’20

হোয়াটসঅ্যাপে ক্রিকেটার বাছাই বিসিবির

হোয়াটসঅ্যাপে ভরসা রাখছে বিসিবি। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন ক্রিকেটার বাচাই করতে হোয়াটসঅ্যাপের সহায়তা নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অফিশিয়ালি ৩টি গ্রুপ তৈরি করে অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ দলের ক্রিকেটার বাছাই করছে তারা।

এছাড়াও, প্রতিটি জেলায় ও বিভাগের জন্য রয়েছে আলাদা গ্রুপ। ঢাকা জোনের জন্য রয়েছে আরও ৮টি গ্রুপ। এসব গ্রুপে নিজেদের ক্রিকেট দক্ষতার ভিডিও পাঠাতে পারবেন উঠতি খেলোয়াড়রা।

অঞ্চলভিত্তিক কোচরা এগুলো বিশ্লেষণ করে ৩৫-৪০ ক্রিকেটার বাছাই করবেন। এরপর প্রত্যেককে জেলাভিত্তিক দলের সঙ্গে যোগ দিতে হবে। জেলাভিত্তিক দলের জন্য সর্বোচ্চ ১৫ জনকে নির্বাচন করা হবে।

চলতি বছর করোনা মহামারির কারণে এভাবেই সম্ভাবনাময় খেলোয়াড়ের খোঁজ করবে বিসিবি। প্রতি বছর বিসিবি উদীয়মান খেলোয়াড় বাছাই করে। এই প্রক্রিয়ায় এবার বাধ সেধেছে করোনাভাইরাস।

মার্চে বাংলাদেশে করোনাভাইরাস ছড়ানোর পর থেকে জাতীয় দল মাঠে ফেরেনি। বিপিএলের আয়োজনও স্থগিত করা হয়। চলতি মাসে শ্রীলঙ্কা সফর থাকলেও তা বাতিল হয়ে যায়।

এজেড/ অক্টোবর ১৮/২০২০/১৫০৩

আরও পড়ুন –

হোয়াটসঅ্যাপ চ্যাটবটে রবির গ্রাহকসেবা

২০০ কোটির মাইলফলকে হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপ ছেড়ে টেলিগ্রামে আসুন, বেজসকে দুরভ

*

*

আরও পড়ুন