![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নাসার ৩৭০ মিলিয়ন ডলারের একটি প্রকল্পে ১৪. ১ মিলিয়ন ডলারের কাজ পেয়েছে নকিয়া। নাসার চাঁদে নভোচারী পাঠানোর প্রকল্পের আওতায় সেখানে ফোরজি/এলইটি কমিউনিকেশন সিস্টেম তৈরি করবে তারা।
ফাইভজি নেটওয়ার্কে যুগ শুরু হলেও চাঁদে ফোরজি নেটওয়ার্ক স্থাপনের বিশেষ কারণ রয়েছে। ফাইভজি নেটওয়ার্কের সিগনাল খুব কম দূরত্ব অতিক্রম করতে পারে। ফোরজির নেটওয়ার্কের ক্ষেত্রে এমন সীমাবদ্ধতা নেই। ফলে ফোরজির মাধ্যমে একত্রে ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার (আইএসএস), লুনার রোভার ও নভোচারীর মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
নাসা, চাঁদে নভোচারী পাঠাবে ২০২৪ সালে। প্রকল্পটি চলবে ২০২৮ সাল পর্যন্ত। অর্থাৎ এই ৪ বছর চাঁদে গবেষণার কাজে ফোরজি নেটওয়ার্ক ব্যবহৃত হবে।
নকিয়ার নর্থ আমেরিকান শাখা এই প্রকল্পে কাজ করবে। কোম্পানিটির মূল হেডকোয়ার্টার ফিনল্যান্ডে।
বিবোম অবলম্বনে এজেড/ অক্টোবর ১৭/২০২০/১৫০৮
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি