![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর: কোভিড মহামারির শুরু থেকেই ষড়যন্ত্র তত্ত্বের প্রধান টার্গেট ডা. অ্যান্থনি ফাউচি এবং বিল গেটস। বিশ্বের অন্যতম সেরা সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউচি এবং বিশ্বের সবচেয়ে বড় দাতব্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা গেটসের করোনার টিকা নিয়ে কাজকে সন্দেহের চোখে দেখছেন ষড়যন্ত্র তত্ত্ব বিশ্বাসীরা। অনেকেই মনে করছেন ব্যাক্তিগত লাভের জন্য তারা এসব করছেন।
এ নিয়ে অনলাইনে চলছে অ্যান্টি-ভ্যাক্সার ক্যাম্পেইন। যা মানুষকে ভ্যাক্সিন থেকে বিরত থাকতে বলা হয় এবং বিল ও ফাউচিকে জড়িয়ে নানান ভিত্তিহীন ষড়যন্ত্র প্রচার করে। বিল গেটস মনে করেন এমন ষড়যন্ত্রগুলো ভ্যাকসিনেশানের প্রয়াশকে ক্ষতির মুখে ফেলতে পারে যা মহামারিকে দীর্ঘ করতে পারে।
বিল গেটসের মতে এটা অত্যন্ত দুঃখজনক যে মানুষ এমন ভাবছে। তার শংকা যে অ্যান্টি ভ্যাক্সার ক্যাম্পেইন টিকায় মানুষের বিশ্বাসকে ভুলদিকে প্রবাহিত করতে পারে।
সাক্ষাৎকারে মানুষের মাস্ক বিমুখতা, যুক্তরাষ্ট্র সরকারের বিশেষজ্ঞ মতামত বিমুখতাকে উল্লেখ করে হতাশা প্রকাশ করেন তিনি।
বিল গেটস একটি সাক্ষাৎকারে বলেন, ফাউচি ও আমি জানি না যে কীভাবে এই অপপ্রচার থামাতে হবে।
বিল গেটসের সাক্ষাৎকারটির পর ফেইসবুক অ্যান্টি ভ্যাক্সার ক্যাম্পেইন সম্পর্কিত সব ধরনের বিজ্ঞাপন ব্যান করার ঘোষণা দিয়েছে।
এমআর/২০২০/অক্টোবর১৬/০৯৩০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি