Samsung IM Campaign_Oct’20

বাজারে এলো ভিভো ভি ২০

ভিভো ভি২০। ছবি : সংগৃহীত
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে ভিভো ভি২০ স্মার্টফোনের বিক্রি শুরু হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর ফ্ল্যাগশিপ ফোনটি বাজারে আনার ঘোষণা দেয় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং চলার পর আজ থেকে দেশের বিভিন্ন আউটলেটে ও শো রুমে ফোনটি পাওয়া যাচ্ছে।

ভিভো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডিউক বলেন, মিডরেঞ্জের ফ্ল্যাগশিপ ফোনটিতে আছে অটো আইফোকাস প্রযুক্তি। যার মাধ্যমে গ্রাহকেরা মোবাইল দিয়ে পেশাদার ফটোগ্রাফারদের মতো ছবি তোলার সুবিধা পাবে। এছাড়াও, ডুয়েল ভিডিও ক্যামেরার সুবিধা থাকায় অনলাইনে ক্লাস করতে অথবা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরিতে স্মার্টফোনটি কাজে লাগবে।

ভিভো ভি২০ এর ডিসপ্লেটি ৬ দশমিক  ৪৪ ইঞ্চি লম্বা। ব্যাটারির শক্তি ৪০০০ এমএএইচ, যাতে থাকবে ৩৩ ওয়াটের ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি। ফোনটির পেছনে আছে ৬৪, ৮ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য আছে ৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা।

স্মার্টফোনটির র‌্যাম ৮ ও স্টোরেজ ১২৮ জিবি। ভিভো ভি২০-তে অপারেটিং সিস্টেম হিসেবে আছে ফানটাচ ওএস১১। প্রসেসরে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০ জি।

ভিভো ভি২০ এর দাম ৩২ হাজার ৯৯০ টাকা। পাওয়া যাচ্ছে সানসেট মেলোডি ও মিডনাইট জ্যাজ রঙে।

এজেড/ অক্টোবর ১৫/২০২০/২০১৬

আরও পড়ুন –

দেশে এলো ভিভো ভি২০ 

ভিভোর ফোনে ছাড়

ভিভো ওয়াই২০ : গেইম চলবে ১১ ঘণ্টা

চার ক্যামেরার ভিভো এস১ প্রো রিভিউ

*

*

আরও পড়ুন