Techno Header Top and Before feature image

অনার ব্র্যান্ডের আংশিক ব্যবসা বিক্রিতে আগ্রহী হুয়াওয়ে

অনার স্মার্টফোন। ছবি : ইন্টারনেট
Sheikhrussel day

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শাখা প্রতিষ্ঠান অনারের ব্যবসা আংশিকভাবে বিক্রি করতে যাচ্ছে হুয়াওয়ে।

সংবাদ মাধ্যম রয়েটার্সের খবর, আংশিক ব্যবসা বিক্রির জন্য অনারের মূল ডিস্ট্রিবিউশন পার্টনার ডিজিটাল চায়না গ্রুপের সঙ্গে হুয়াওয়ের আলোচনা চলছে। ডিজিটাল চায়না বাদে টিসিএল ও শাওমিও হতে পারে সম্ভাব্য ক্রেতা। ৩.৭ বিলিয়ন ডলারে অনার ব্র্যান্ডের আংশিক ব্যবসা বিক্রি করতে পারে হুয়াওয়ে।

হুয়াওয়ে যে অংশগুলো বিক্রিতে আগ্রহী তার মধ্যে রয়েছে ব্র্যান্ড, আরঅ্যান্ডডি ডিভিশন ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

হাইএন্ড ফোনের বাজার ধরে রাখতে চায় হুয়াওয়ে। কারণ এই ফোনগুলোতে তাদের লাভ বেশি থাকে। অনার ফোনে অনেক ফ্ল্যাগশিপ ফিচার থাকলেও দাম কম রাখা হয়। বিক্রি বেশি হওয়ায় হুয়াওয়ের স্মার্টফোন ব্যবসার অর্ধেকই ছিলো অনার সাব-ব্র্যান্ডের দখলে।

২০১৯ সালের ১৫ মে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করার আদেশ দেয়। এতে গুগলসহ মার্কিন সব প্রযুক্তি কোম্পানির সঙ্গে হুয়াওয়ের ব্যবসায়িক চুক্তি বাতিল হয়।

এরপর গত ১৫ সেপ্টেম্বর কিরিন প্রসেসর উৎপাদনের ক্ষমতাও হারায় হুয়াওয়ের হাইসিলিকন ডিভিশন। চাপে পড়ায় এবার স্মার্টফোনের ব্যবসাও সংকুচিত করার সিদ্ধান্ত নিয়েছে হুয়াওয়ে।

স্ল্যাশগিয়ার অবলম্বনে এজেড/ অক্টোবর ১৫/২০২০/১৪০২

আরও পড়ুন

স্যামসাংয়ের ডিসপ্লেও পাবে না হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রের চাপে হুয়াওয়ের ফ্ল্যাগশিপ চিপ তৈরি বন্ধ!

মার্কিন সরকারের ‘কুনজর’ থেকে হুয়াওয়েকে বাঁচাতে উদ্যোগী চীন

*

*

আরও পড়ুন