অনলাইন ইভেন্ট লাইভ দেখাবে অনজুম

অনজুম টুল। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও কলিং অ্যাপ জুম এবার স্ট্রিমিং প্ল্যাটফর্মের দুনিয়ায় প্রবেশ করছে।

তাদের অনজুম নামের একটি টুলের মাধ্যমে লাইভ ইভেন্ট বা ক্লাসে অংশ নেওয়া যাবে। ফিটনেস, মিউজিক কনসার্ট, আর্ট ইভেন্টের ক্ষেত্রে টিকিট কেনা যাবে। ১০০ জনের সঙ্গে অনলাইন ইভেন্টে অংশ নিলে প্রতি মাসে ১৫ ডলার কাটবে জুম। এক ইভেন্টে সর্বোচ্চ ১ হাজার জন অংশ নিতে পারবেন। তবে টিকিট কেনার জন্য প্রথমে জুমের পেইড সাবস্ক্রাইবার হতে হবে।

লকডাউনের সময় ঘরে বসেই সব করতে হয়েছে মানুষকে। ইয়োগা ক্লাস থেকে শুরু করে ডাক্তারের পরামর্শ নেওয়া সবই করতে হয়েছে অনলেইন। সেখান থেকেই লাইভ ইভেন্টের ধারণাটি এসেছে।

Techshohor Youtube

আপাতত পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্যই লাইভ ইভেন্ট দেখার সুবিধা চালু হয়েছে। লাইভ ইভেন্টে অংশ নিতে একজন গ্রাহকের সর্বোচ্চ ৫০ ডলার পর্যন্ত খরচ হবে। প্রমোশনাল অফারের আওতায় কিছু ইভেন্ট ফ্রিতেও দেখার সুবিধাও থাকবে।

*

*

আরও পড়ুন