![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভিডিও কলিং অ্যাপ জুম এবার স্ট্রিমিং প্ল্যাটফর্মের দুনিয়ায় প্রবেশ করছে।
তাদের অনজুম নামের একটি টুলের মাধ্যমে লাইভ ইভেন্ট বা ক্লাসে অংশ নেওয়া যাবে। ফিটনেস, মিউজিক কনসার্ট, আর্ট ইভেন্টের ক্ষেত্রে টিকিট কেনা যাবে। ১০০ জনের সঙ্গে অনলাইন ইভেন্টে অংশ নিলে প্রতি মাসে ১৫ ডলার কাটবে জুম। এক ইভেন্টে সর্বোচ্চ ১ হাজার জন অংশ নিতে পারবেন। তবে টিকিট কেনার জন্য প্রথমে জুমের পেইড সাবস্ক্রাইবার হতে হবে।
আপাতত পরীক্ষামূলকভাবে শুধু যুক্তরাষ্ট্রের বাসিন্দাদের জন্যই লাইভ ইভেন্ট দেখার সুবিধা চালু হয়েছে। লাইভ ইভেন্টে অংশ নিতে একজন গ্রাহকের সর্বোচ্চ ৫০ ডলার পর্যন্ত খরচ হবে। প্রমোশনাল অফারের আওতায় কিছু ইভেন্ট ফ্রিতেও দেখার সুবিধাও থাকবে।
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি