যুক্তরাষ্ট্রে ফ্রি ট্রায়াল বন্ধ নেটফ্লিক্সের

netflix-techshohor
স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সের লোগো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফ্রি ট্রায়াল নিয়ে কনটেন্ট দেখার সুযোগ বন্ধ করেছে নেটফ্লিক্স। তবে এই সিদ্ধান্ত শুধু যুক্তরাষ্ট্রের গ্রাহকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

নতুন গ্রাহক পেতে ফ্রি ট্রায়ালের পরিবর্তে তারা ইউটিউবে কিছু কনটেন্ট ফ্রিতে দেখার সুযোগ দেবে। এছাড়াও, নিজেদের প্ল্যাটফর্মে কনটেন্ট স্যাম্পলিং হিসেবে ‘টু অল দ্য বয়েজ আই হ্যাভ লাভড বিফোর’ সিনেমাটি ফ্রিতে দেখার সুযোগ দিচ্ছে তারা।

নেটফ্লিক্সের মুখপাত্র জানিয়েছেন, নতুন গ্রহক পেতে ব্যবসায়িক কৌশল বদলাবে তারা।

Techshohor Youtube

কনটেন্টের মান কেমন তা বোঝানোর জন্য ফ্রি ট্রায়ালের মাধ্যমে গ্রাহককে আকৃষ্ট করে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো। প্রচারণার কৌশল হিসেবে এক সপ্তাহ থেকে তিন মাস পর্যন্ত ফ্রি ট্রায়ালের সেবা দিয়ে থাকে। সম্প্রতি যেমন অ্যাপল টিভি প্লাসে ফ্রি ট্রায়ালের মেয়াদ ৩ মাস বাড়িয়েছে অ্যাপল।

তবে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার তুঙ্গে থাকায় নেটফ্লিক্স হয়তো ফ্রি ট্রায়াল সুবিধা রাখার প্রয়োজনীয়তা দেখছে না। যুক্তরাষ্ট্রে নেটফ্লিক্সের বেসিক প্যাকেজ শুরু হয় ৯ ডলার থেকে। প্রিমিয়াম সেবার জন্য খরচ করতে হয় ১৬ ডলার।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ১৪/২০২০/১১৫২

আরও পড়ুন –

লকডাউনে নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বেড়েছে দেড় কোটি

ইউটিউবে দেখা যাবে নেটফ্লিক্সের ১০ ডকুমেন্টারি

নেটফ্লিক্সে সিনেমা পার্টি হোস্ট করবেন যেভাবে

*

*

আরও পড়ুন