রয়েল টিউলিপে ছাড় পাবেন ইভ্যালির গ্রাহক

ইভ্যালি ও রয়েল টিউলিপের চুক্তি সাক্ষর অনুষ্ঠান। ছবি : সংগৃহীত

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : কক্সবাজারের পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা-তে ছাড় পাবেন ইভ্যালির গ্রাহকরা।

সোমবার রাজধানীর পান্থপথে রয়েল টিউলিপের কর্পোরেট অফিসে ইভ্যালির সঙ্গে রয়েল টিউলিপের সমঝোতা চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী,  হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য হবে। বিশেষ অফারটির বিস্তারিত শীঘ্রই ইভ্যালির ওয়েবসাইটে জানানো হবে।

Techshohor Youtube

ইভ্যালি’র চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক শামীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এ সময় সেখানে ছিলেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, হেড অব কমার্শিয়াল সিরাজুল ইসলাম রানা, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অমিতাভ চক্রবর্তী এবং রয়েল টিউলিপ সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা’র কোম্পানি সেক্রেটারি আজহারুল মামুন, ডিরেক্টর, সেলস অ্যান্ড মার্কেটিং মাহমুদ রাসেল।

এজেড/ অক্টোবর ১৩/২০২০/১৫৫০

আরও পড়ুন –

স্থগিতাদেশ উঠেছে, স্বাভাবিক লেনদেন করতে পারবে ইভ্যালি

‘আইন ভাঙিনি, ক্রেতা-বিক্রেতার ভালোর জন্য ইভ্যালি’

ইভ্যালির অ্যাকাউন্ট ৩০ দিন স্থগিত, বিস্তারিত চেয়ে চিঠি

*

*

আরও পড়ুন