স্পেক্সএক্স ক্রু-১ মিশন পেছালো নাসা

ফ্যালকন ৯ রকেট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কথা ছিলো ৩১ অক্টোবর ৪ নভোচারীকে স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটে করে আইএসএসে পাঠাবে নাসা। ফ্যালকন ৯ রকেটের ফার্স্ট স্টেজ ইঞ্জিন গ্যাস জেনারেটরে সমস্যা দেখা দেওয়ায় ৬ মাস মেয়াদী মিশনটি পেছানো হয়েছে।

নাসা জানিয়েছে, নভেম্বরের শুরুতে বা মাঝামাঝি সময়ে স্পেসএক্স ক্রু-১ মিশন পরিচালনা করা হবে। এই মিশনে যাবেন নভোচারী মাইকেল হপকিনস, ভিক্টর গ্লোভার, শ্যানন ওয়াকার ও সোইচি নাগুচি।

নাসা ও স্পেসএক্স একত্রে ক্রু-১ মিশন পরিচালনার প্রকল্প হাতে নেয় ২০১৪ সালে। আগামী কয়েক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে মহাকাশে স্থাপিত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) পর্যটক পাঠাতে চায় ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স। প্রকল্পটির নাম ক্রু ড্রাগন হিউম্যান স্পেসক্রাফট ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এরই অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে আরও ৫টি মিশন পরিচালনার কথা। এর মধ্যে ক্রু ড্রাগন মিশন সম্পন্ন হয়েছে আগস্টে।

Techshohor Youtube

গত জুনে ফ্যালকন ৯ রকেটে করে ডাউ হার্লে ও বব বেনকেন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে (আইএসএস) যান। সেখানে তারা দুই মাস কাটিয়ে আসেন।

এজেড/ অক্টোবর ১২/২০২০/১৩৩০

আরও পড়ুন –

স্পেসএক্স ও নাসার ক্রু ড্রাগন মিশন সফল

প্রথমবার নভোচারীসহ উড়লো স্পেসএক্সের রকেট

একবারে ৬০ স্যাটেলাইট পাঠাল স্পেসএক্স

স্পেস স্টেশনের এক রাতের ভাড়া ৩৫ হাজার ডলার

৫ বছর পরেই মানুষের চেয়ে স্মার্ট হবে এআই : মাস্ক

*

*

আরও পড়ুন