![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোভিড-১৯ মহামারীর শুরুতে সারা বিশ্বজুড়ে কম্পিউটারের সংকট দেখা দিয়েছিলো।
এবার এই অচল অবস্থার অবসান ঘটছে বলে জানিয়েছে বাজার বিশ্লেষক ফার্ম ক্যানালিস। তাদের তৃতীয় প্রান্তিকের রিপোর্ট অনুযায়ী, বাজারে সরবরাহ করা হয়েছে ৭৯.২ মিলিয়ন (৭ কোটি ৯২ লাখ) ইউনিট। আগের বছর একই সময়ের তুলনায় সরবরাহ বেড়েছে ১২.৭ শতাংশ।
লেনেভো সরবরাহ করেছে ১৯ মিলিয়ন (১ কোটি ৯০ লাখ) ইউনিট, এইচপি সরবরাহ করেছে ১৮.৬ মিলিয়ন (১ কোটি ৮৬ লাখ) ইউনিট, ডেল সরবরাহ করেছে ১১ মিলিয়ন (১ কোটি ১০ লাখ) ইউনিট। এই তিন কোম্পানি বাদে আর কেউ ১০ মিলিয়নের মাইলফলক ছুঁতে পারেনি।
বছরের শুরুতে লকডাউনের মধ্যে ল্যাপটপের জন্য তীব্র সংকট সৃষ্টি হয়। অনলাইনে ক্লাস করার জন্য অনেকের জরুরি ভিত্তিতে ল্যাপটপের প্রয়োজন পড়ে। কিন্তু সারা বিশ্বেই চাহিদা বেড়ে যাওয়ায় স্বাভাবিকের চেয়ে বাজারে কম ল্যাপটপ মজুদ ছিলো।
ম্যাশেবল অবলম্বনে এজেড/ অক্টোবর ১২/২০২০/১২৩৩
আরও পড়ুন
লকডাউনে বেড়েছে ভিডিও স্ট্রিমিং ব্যবহার
লকডাউনে বেড়েছে কল অব ডিউটি ও ফিফার প্লেয়ার
লকডাউনে ক্ষুদ্র ব্যবসা বাঁচিয়েছে শপিফাই
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি