![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শিক্ষার্থীদেরকে পাঠ্যপুস্তকের বাইরে প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ দিতে স্কুল অব ফিউচার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রকল্পটির মাধ্যমে তরুণ প্রজন্ম ডিজরাপটিভ টেকনোলজি বিষয়ে হাতে কলমে শিক্ষা নিয়ে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে পারবে।
প্রতিমন্ত্রী আজ ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হয়ে ফাউন্ডার্স ইনস্টিটিউট বাংলাদেশ আয়োজিত ভিআইপি লঞ্চ মিকচার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন।
সেখানে তিনি আরও বলেন, বাঙালির ডিএনএতে আছে উদ্যোক্তা হওয়ার উপাদান। আর সে কারণেই গ্রামের মা-বোনেরা ঘরে তৈরি এক বয়াম আচার অনলাইনে বিক্রি শুরু করেছে। অপরদিকে, শহরের তরুণ উদ্যোক্তারা ক্লাউড কম্পিউটিং,আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স, ব্লকচেইনের মতো প্রযুক্তি নিয়ে নতুন নতুন উদ্যোগ নিয়ে আসছে।
ফাউন্ডার্স ইনস্টিটিউট বাংলাদেশের প্রতিষ্ঠাতা সিইও বিজন ইসলামের সভাপতিত্বে চতুর্থ বারের মতো আয়োজিত এই স্টার্টআপ এক্সিলারেটরের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেটার স্টোরিজের চিফ স্টোরি টেলার মিনহাজ আনোয়ার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউল্যাবের সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর এন্টারপ্রাইজ অ্যান্ড সোসাইটি পরিচালক সাজিত অমিত, পাঠাও সিইও হুসাইন ইলিয়াস, সহজ সিইও মালিহা কাদির, প্রাভা হেলথ সিইও সিলভানা কাদের সিনহা, সেলিমা অ্যালেন, খোবাইব চৌধুরী, কাজী মাহবুব হাসান, টিনা জাবীনসহ আরো অনেকে।
এজেড/ অক্টোবর ১২/২০২০/১১৪২
আরও পড়ুন –
৬৪ দিন চলবে ক্যারিয়ার কনফারেন্স