Samsung IM Campaign_Oct’20

মোবাইলের স্ক্রিনে করোনা ২৮ দিন পর্যন্ত থাকতে পারে

Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনা ভাইরাস ছড়ানোর সবচেয়ে ঝুকিপূর্ণ একটি ডিভাইস হচ্ছে মোবাইল। কারণ, বাইরে গেলে এখানে-সেখানে ধরতে হয়; যখন-তখন মোবাইল হাতেও নিতে হয়। এদিকে, গবেষকরা বলছেন–হ্যান্ডসেটে স্ক্রিনের পাশাপাশি ব্যাংকনোট, স্টেইনলেস স্টিলে করোনা ভাইরাস ২৮ দিন পর্যন্ত বহাল থাকতে পারে। ইউএস সেন্টারস ফর ডিজিস কন্ট্রোলের ভাষ্য মতে, করোনার উপস্থিতি থাকা মেটাল বা প্লাস্টিক বস্তু থেকেও করোনা ছড়ানোর আশঙ্কা আছে।

অবশ্য এর আগের ল্যাব টেস্টে বলা হয়েছিল, ব্যাংক নোট ও গ্লাসের ওপর ২-৩ দিন এবং প্লাস্টিক ও স্টেইনলেস স্টিলের ওপর ৬ দিন পর্যন্ত করোনা টিকে থাকতে পারে।

অস্ট্রেলিয়ার ন্যাশনাল সায়েন্স এজেন্সি জানায়, সেভার একিউট রেস্পির‌্যাটরি সিনড্রম করোনো ভাইরাস-২ বা সার্স কভ-২ পর্যায়ের করোনা ভাইরাসের টিকে থাকার সক্ষমতা সবচেয়ে বেশি। অর্থাৎ, কোথায় এই ভাইরাসটির উপিস্থতি ঘটলে সেটি সবচেয়ে বেশি সময় ধরে ছড়ানোর পর্যায়ে থাকে।

গবেষণায় দেখা গেছে, অন্ধকার ল্যাবে ভাইরাসটি দীর্ঘ সময় টিকে থাকলেও আল্ট্রা ভায়োলেট (ইউভি) লাইটের উপস্থিতিতে করোনা ভাইরাসের বিনাশ ঘটে।

সূত্র : ইন্টারনেট, টিআর/অক্টোবর ১২/২০২০/০৩০০

*

*

আরও পড়ুন