![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক ও ইনস্টাগ্রামের মতো ইউটিউব থেকেও কেনাকাটা করার অপশন যুক্ত করতে যাচ্ছে গুগল।
অনেক সময় ইউটিউবাররা ভিডিওতে পণ্য দেখিয়ে বলেন, নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো। সেখানে ক্লিক করে পণ্যটি কেনা যাবে।
ইউটিউব শপিং টুল যুক্ত হলে ভিডিও দেখার সময়ই নির্দিষ্ট পণ্যের লিঙ্কে ক্লিক করা যাবে। কোনো পণ্যের রিভিউ দেখা মাত্র যাতে ব্যবহারকারী তা কিনতে পারে তা নিশ্চিত করতেই শপিং টুলটি তৈরি করা হচ্ছে। বিজ্ঞাপন দেখানোতে সেখান থেকে কমিশন পাবে ইউটিউবের মূল কোম্পানি গুগল।
গুগলের বিজনেস মডেল বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। ইউটিউবে ভিডিও দেখার মাঝখানে বিজ্ঞাপন দেখতে দেখতে অনেকেই বিরক্ত। ইউটিউব ভিডিওতে শপিং টুল যুক্ত হলে গুগল বিজ্ঞাপন দেখানোর হার কমাতেও পারে।
অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/ অক্টোবর ১১/২০২০/১৩০৫
আরও পড়ুন –
৬ মাসে ইউটিউবে সর্বাধিক যা সার্চ হয়েছে
একটি ডট জুড়ে দিলেই ইউটিউব চলবে বিজ্ঞাপনহীন
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি