![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জি স্যুট এন্টারপ্রাইজ অর এডুকেশন কাস্টমারদের জন্য গুগল মিটে এলো ব্রেকআউট রুম ফিচার।
শিক্ষকরা এই ফিচারের মাধ্যমে অনলাইন ক্লাসেই গ্রুপ ওয়ার্ক করতে দিতে পারবেন। একটি অনলাইন ক্লাসে ১০০ টি পর্যন্ত রুম তৈরি করা যাবে।
ভিডিও কলে ক্লাস নেওয়ার সময় প্রতিটি গ্রুপে গিয়ে আলাদাভাবে কথা বলতে পারবেন শিক্ষকরা। চাইলে ম্যানুয়ালি প্রতিটি গ্রুপের সদস্যও ঠিক করে দিতে পারবেন।
আপাতত শুধু এডুকেশন কাস্টমাররা এটি ব্যবহার করতে পারবেন। বছরের শেষ দিকে গুগল জি স্যুটের ওয়ার্ক প্লেস এডিশনে ফিচারটি পাওয়া যাবে।
প্রতিদ্বন্দ্বী ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুমে এই ফিচার ২০১৫ সাল থেকেই আছে। তবে সেখানে শুধু ৫০টি ব্রেকআউট রুম তৈরি করা যায়।
করোনাভাইরাসের কারণে বাসা থেকেই শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে। এমন অবস্থায় ক্লাস রুমের মতো সুবিধা দিতে প্রতিনিয়তই নিত্যনতুন ফিচার আনছে গুগল মিট। গত সপ্তাহেই পেইড সংস্করণে প্রশ্ন করার ও ভোট নেওয়ার সুবিধা যুক্ত করে তারা।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ১১/২০২০/১১৫০
আরও পড়ুন –
ফ্রি গুগল মিট ব্যবহারকারীদের জন্য সুখবর
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি