অবৈধ হ্যান্ডসেট, যমুনা ফিউচার পার্কে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাজধানীর অভিজাত শপিং মল যমুনা ফিউচার পার্কে বিভিন্ন প্রতিষ্ঠান হতে অবৈধ মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়েছে।

জরিমানা করা হয়েছে ৫ প্রতিষ্ঠানকে। 

বৃহস্পতিবার বিকাল হতে রাত পর্যন্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও র‌্যাব যৌথভাবে এই অভিযান চালায়। 

Techshohor Youtube

অবৈধ এসব ফোন শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা। এরমধ্যে আইফোন, অপো, শাওমি, ওয়ান প্লাস ব্র্যান্ডের ফোন ছিলো।

অভিযানে এসব চোরাই হ্যান্ডসেট বিক্রির অপরাধে প্রায় ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়।

বিটিআরসির উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) এস. এম. গোলাম সারোয়ার এবং র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে পরিচালিত হয়।

বিটিআরসি জানায়, অভিযানে ফোন ভিলেজের ১৯টি হ্যান্ডসেট জব্দ ও ৫০ হাজার টাকা জরিমানা, আই পয়েন্টের ৫টি হ্যান্ডসেট ও ৫০ হাজার টাকা, কেআরওয়াই ইন্টারন্যাশনালকে এক লাখ টাকা, মোবাইল হাউজকে ২ লাখ টাকা এবং কম্পোস্টারকে ৫ লাখা টাকা জরিমানা করা হয়।

এছাড়া কেআরওয়াইয়ের ১২টি, মোবাইল হাউজের ২৬টি এবং কম্পোস্টারের ৩৮টি হ্যান্ডসেট বিটিআরসির টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের অধীনে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানেগুলোর জিম্মায় দেয়া হয়েছে। 
 
এডি/২০২০/অক্টোবর০৮/২১৪০

*

*

আরও পড়ুন