![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শুধু প্রসেসর তৈরির মধ্যে আর নিজেদের সীমাবদ্ধ রাখতে চাইছে না মার্কিন প্রযুক্তি কোম্পানি কোয়ালকম। ব্যবসার পরিধি বাড়াতে তারা গেইমিং ফোন উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে।
তাইওয়ানিজ কোম্পানি আসুসের আরওজি গেইমিং ফোন সিরিজ বাজারে বেশ জনপ্রিয়। তাই গেইমিং ফোন তৈরিতে তারা আসুসের সহায়তা নেবে। যৌথভাবে নির্মিত ফোনটি বাজারে আসবে ডিসেম্বরে।
একই মাসে ফ্ল্যাগশিপ প্রসেসরের পরবর্তী সংস্করণ স্ন্যাপড্রাগন ৮৭৫ এর ঘোষণাও আসবে। তাই ধারণা করা হচ্ছে প্রসেসরটি গেইমিং ফোনটিতেও ব্যবহৃত হবে।
প্রতি বছরের মতো এবারও কোয়ালকমসের স্ন্যাপড্রাগন টেক সামিট হবে ডিসেম্বরে। অনলাইনে সামিটটির আয়োজন করা হবে। গেইমিং ফোনটির নাম, দাম, স্পেসিফিকেশন, ফিচার ও বাজারে আসার তারিখ সেসময়ই জানা যাবে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে গেইমিং ফোন ভক্তদের।
বিবোম অবলম্বনে এজেড/ অক্টোবর ০৮/২০২০/১২২৪
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি