![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাভাইরাসের প্রভাবে উৎপাদন কাজ বাধাগ্রস্ত হওয়ায় সেপ্টেম্বরের ইভেন্টে আইফোন আনেনি অ্যাপল। তাই আইফোন ভক্তদের অপেক্ষায় থাকতে হয়েছে বাড়তি কয়েক সপ্তাহ। এবার অপেক্ষা শেষ হওয়ার পালা।
আইফোন উন্মোচন ইভেন্টের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে অ্যাপল। আমন্ত্রণপত্রে লেখা, ১৩ অক্টোবর অ্যাপল পার্ক থেকে প্রচারিত ইভেন্টটি দেখা যাবে অ্যাপল ডটকম ওয়েবসাইটে। ইভেন্ট শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
এ বছর নতুন ৪টি আইফোন আনতে পারে অ্যাপল। এই ৪ মডেল হলো আইফোন ১২ মিনি, আইফোন ১২, আইফোন ১২ প্রো, আইফোন ১২ ম্যাক্স প্রো। প্রতিটি ফোনেই থাকবে ফাইভজি নেটওয়ার্ক সাপোর্ট। আইফোনগুলোর আকার হবে ৫.৪ ইঞ্চি থেকে ৬.৭ ইঞ্চির মধ্যে।
আইফোন বাদে আরও কিছু পণ্য আনবে অ্যাপল। এ তালিকায় আছে লোকেশন ট্র্যাকিং ডিভাইস এয়ারট্যাগস, সাশ্রয়ী দামের হোমপড ও হেডফোন।
বিবোম অবলম্বনে এজেড/ অক্টোবর ০৭/২০২০/১১১৫
আরও পড়ুন –
আইফোন টেন আর উৎপাদন বন্ধ করবে অ্যাপল!
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি