ডিজিটাল পেমেন্টে নগদ প্রনোদনা চায় বেসিস

BASIS Logo-TechShohor

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডিজিটাল পেমেন্টে নগদ প্রণোদনা এবং ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু করতে বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবিরকে অনুরোধ জানিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

রবিবার আয়োজিত এই বৈঠকে বেসিস ডিজিটাল কমার্স স্থায়ী কমিটির চেয়ারম্যান সৈয়দ এম কামালও উপস্থিত ছিলেন।

বৈঠকে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কেনাকাটায় ৫% নগদ প্রণোদনা প্রদানের জন্য প্রস্তাব করেন, যার মধ্যে ৩% মার্চেন্টের জন্য এবং ২% কার্ড ব্যবহারকারী বা ক্রেতার জন্য।

Techshohor Youtube

তিনি বলেন, এই প্রণোদনা মার্চেন্ট ও ক্রেতা উভয়কেই উৎসাহিত করবে।

সফটওয়্যার ও আইটিএস ব্যবসা প্রতিষ্ঠানগুলো জামানতবিহীন ঋণ সুবিধা নিতে পারে না বলে ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু রাখার জন্যও তিনি গভর্নরকে অনুরোধ করেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফাজলে কবীর, এই প্রস্তাবের পক্ষে জোরালো সমর্থন দেন।  প্রস্তাবগুলো বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও জানান।

এজেড/অক্টোবর ০৬/২০২০/১৯

*

*

আরও পড়ুন