![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেইসবুকে ভাইরাল হওয়ার পর তুমুল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে নেটিজেনদের মধ্যে।
ভাইরাল হওয়া বীভৎস সে নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা। ভিডিওটি দেখে অনেকেই অসুস্থ বোধ করার কথা জানিয়েছেন। সোমবার সারাদিন ঘটনার প্রতিবাদে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন অনেকে। এ সংক্রান্ত খবর ও লেখাও শেয়ার হয়েছে অনেক।
তবে সম্মিলিতভাবে নারী নির্যাতনের প্রতিবাদ জানাতে নারীরা ‘ব্ল্যাক আউট’ আন্দোলন শুরু করেছেন। ফেইসবুকের প্রোফাইল ছবি বদলে দিয়েছেন কালো রঙে। নারীবিহীন এই পৃথিবী কেমন তা বোঝাতেই নিজ নিজ চেহারা শোকের রঙে ঢেকে দিয়েছেন প্রতিবাদকারীরা।
এক ফেইসবুক ব্যবহারকারী প্রোফাইল ছবি কালো রঙে বদলে ক্যাপশনে লেখেন, জানি কোনো লাভ নেই তবু যদি পরিবর্তন আসে এবং অল্প হলেও অবদান রাখতে পারি।
শুধু নারীরা নয়, অনেক পুরুষও প্রতিবাদ জানাতে প্রোফাইল ছবি বদলেছেন।
এজেড/ অক্টোবর ০৬/২০২০/০৯.৪০
আরও পড়ুন –
নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সরাতে বিটিআরসিকে নির্দেশ
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি