মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে ধস

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এক মাসের ব্যবধানে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন কমে গেছে ব্যাপক হারে।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা এমএফএসে লেনদেন পড়ে গেছে ৩৪ শতাংশ।

সর্বশেষ আগস্ট মাসের হিসাবে মোট লেনদেন হয়েছে ৪১ হাজার ৪০৩ কোটি টাকা। অথচ জুলাইতে এটি ছিল ৬২ হাজার ৯৯৯ কোটি টাকা।

Techshohor Youtube

প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১৬৯ কোটি টাকা প্রবাসী আয় বিতরণ হয়েছিল, আগস্টে কমে হয়েছে ১০৪ কোটি টাকা। জুলাইতে বেতন-ভাতা পরিশোধ হয়েছে ৪ হাজার ৫৮৬ কোটি টাকা, আগস্টে তা নেমে এসেছে ১ হাজার ৬৩ কোটি টাকায়।

মোবাইল ব্যাকিংয়ের মাধ্যমে কেনাকাটা জুলাইতে হয়েছে ১ হাজার ১৩৪ কোটি টাকা আর আগস্টে ১ হাজার ৬০ কোটি টাকা। সরকারি পরিশোধ জুলাইয়ে হয়েছিল ১ হাজার ৭৬ কোটি টাকা আর আগস্টে হয়েছে মাত্র ১৪ কোটি ৯৭ লাখ টাকা । যদিও এই সময়ে গ্যাস, বিদ্যুতের মতো বিল পরিশোধ বেড়েছে। জুলাইতে এটি ছিল ৮৭৮ কোটি  টাকা, যা আগস্টে হয়েছে  ৯০৮ কোটি। 

আগস্টে সক্রিয় হিসাবও ৫ শতাংশ কমে গেছে। আগস্টে মোবাইল ব্যাংকিংয়ে সক্রিয় গ্রাহক সংখ্যা ২১ লাখ ৫ হাজার কমে দাঁড়িয়েছে ৪ কোটি ৬ লাখে। এটি জুলাইতে ছিল ৪ কোটি ২৭ লাখ।

লেনদেনের সংখ্যা কমেছে ১৩ দশমিক ১ শতাংশ। এমএফএস মাধ্যমে আগস্টে মোট ২৬ কোটি ৯৬ লাখ ৯৭ হাজার ৮৭৫টি লেনদেন হয়েছে।

বর্তমানে মোট ১৫টি ব্যাংক মোবাইল ব্যাংকিং করছে।

এডি/২০২০/অক্টোবর০৫/১৬২০

আরও পড়ুন –

দেশে মোবাইল ব্যাংকিং অন্তর্ভুক্তিতে ৫৫% মানুষ

এমএফএস ব্যবসায় টেলকোর অংশীদারিত্বের সুযোগ ৪৯ ভাগ পর্যন্ত!

এমএফএস সেবার অনুমোদন পেল আজিয়াটা ডিজিটাল

এমএফএসে যাচ্ছে নগদ সহায়তা, স্মার্ট কার্ডে মিলছে ত্রাণ

*

*

আরও পড়ুন