যে কারণে পিক্সেল ৫ এ মিডরেঞ্জ প্রসেসর

পিক্সেল ৫। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল পিক্সেল ৫ একটি ফ্ল্যাগশিপ ফোন। কিন্তু এর প্রসেসর ফ্ল্যাগশিপ নয়। মিডরেঞ্জের ফোনগুলোতে যে প্রসেসর থাকে সেটাই ব্যবহৃত হয়েছে পিক্সেল ৫ এ।

স্ন্যাপড্রাগন ৭৬৫জি এর সঙ্গে স্ন্যাপড্রাগন ৮০০ সিরিজের প্রসেসরগুলোর তেমন পার্থক্য নেই। ফ্ল্যাগশিপ প্রসেসরের মতোই স্ন্যাপড্রাগন ৭৬৫জি সাপোর্ট করবে ৯০ হার্জ রিফ্রেশ রেটের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, ফাস্ট চার্জিং, এইচডিআর গেইমিং, ৬০ ফ্রেম পার সেকেন্ডে ৪কে ভিডিও রেকর্ডিং ও ফাইভজি নেটওয়ার্ক।

এছাড়াও, নাইট মোড, এইচডি আর প্লাস, সুপার রেস জুম ও বিভিন্ন ধরণের ভয়েস ফিচার সাপোর্ট করবে প্রসেসরটি। ফোনটির ৪০৮০ এমএএইচ ব্যাটারির জন্য এক্সট্রিম ব্যাটারি সেভার মোড ফিচার যুক্ত করেছে গুগল। ফলে ৮০০ সিরিজের প্রসেসরের তুলনায় ৭৬৫জি কম চার্জ টানবে।

Techshohor Youtube

মোট কথা পিক্সেল ৫ এর দাম অন্যান্য ফ্ল্যাগশিপের চেয়ে কম রাখতেই প্রসেসরে ছাড় দিয়েছে গুগল।

পিক্সেল ৫ এর দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৮ হাজার ৭১৬ টাকা)। যুক্তরাষ্ট্রের বাজারে ফোনটি পাওয়া যাবে ১৫ অক্টোবর থেকে। ইতোমধ্যে এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

অ্যান্ড্রয়েড অথোরিটি অবলম্বনে এজেড/ অক্টোবর ০৫/২০২০/১২১০

আরও পড়ুন –

এসে গেলো পিক্সেল ৫ 

ওয়ানপ্লাসের চেয়ে বিক্রি বেশি পিক্সেল ফোনের

*

*

আরও পড়ুন