Techno Header Top and Before feature image

ভিভোর ফোনে ছাড়

২ মডেলের ফোনে ছাড় দিচ্ছে ভিভো। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : করোনাকালীন পরিস্থিতি বিবেচনা করে দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে চীনা ফোন নির্মাতা কোম্পানি ভিভো। ফলে ভিভো ওয়াই৫০ ও ভিভো ওয়াই৩০ এখন থেকে ১ হাজার টাকা কমে পাওয়া যাবে।

ভিভো ওয়াই৫০ এখন থেকে পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়। স্মার্টফোনটির পূর্বমূল্য ছিলো ২০ হাজার ৯৯০ টাকা। অন্যদিকে, ভিভো ওয়াই৩০ পাওয়া যাবে ১৬ হাজার ৯৯০ টাকায়, যার পূর্বমূল্য ছিলো ১৭ হাজার ৯৯০ টাকা।

ভিভো ওয়াই ৫০ এর র‌্যাম ৮ জিবি ও স্টোরেজ ১২৮ জিবি। ভিভো ওয়াই৩০ এর র‌্যাম ৪ জিবি ও স্টোরেজ ৬৪ জিবি। দুটি স্মার্টফোনেই আছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। এছাড়া স্মার্টফোন দুটির পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ ও সামনে সিঙ্গেল ক্যামেরা রয়েছে।

চলতি বছর ওয়াই সিরিজের ৩টি স্মার্টফোন এনেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। ভিভো ওয়াই ৫০, ওয়াই ৩০ ও ওয়াই২০। এর মধ্যে ভিভো ওয়াই৫০ বাজারে এসেছে গত জুন মাসে। ওয়াই৩০ এসেছে জুলাই মাসে।

এজেড/ অক্টোবর ০৪/২০২০/১৬১৮

আরও পড়ুন –

বছরের প্রথম ফ্ল্যাগশিপ আনছে ভিভো

ভিভো ওয়াই২০ : গেইম চলবে ১১ ঘণ্টা

১০ বছর আগেই সিক্সজির লোগো তৈরি ভিভোর

*

*

আরও পড়ুন