![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নতুন জেনবুক ফ্লিপ এস ল্যাপটপ এনেছে আসুস। টু-ইন-ওয়ান ল্যাপটপটিতে আছে ফোরকে ওএলইডি ডিসপ্লে প্যানেল। টাচ স্ক্রিন ডিসপ্লেটির রেজুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল।
এতে আছে ইন্টেলের ১১ প্রজন্মের প্রসেসর টাইগার লেক ইন্টেল কোর আই৭, ১৬ জিবি র্যাম, ১ টেরাবাইট এসএসডি স্টোরেজ। ওয়েবক্যামেরার রেজুলেশন ৭২০ পিক্সেল। সহজে লগ ইন করতে ওয়েবক্যামটির আইআর প্রযুক্তি উইন্ডোজ হ্যালো ফেইস রিকগনিশন সাপোর্ট করবে।
এতে থাকবে ৬৭ ওয়াটের ব্যাটারি। ব্যাটারিটি ৬০ শতাংশ চার্জ হবে সাড়ে ৫৪ মিনিটে। ফোরকে রেজুলেশনের স্ক্রিন সেট করলে ব্যাটারি ব্যাকআপ মিলবে ৫ ঘণ্টার বেশি। এতে কোনো মাইক্রোএসডি স্লট নেই।
ল্যাপটপটির দাম ধরা হয়েছে ১৪৪৯ ডলার (১ লাখ ২১ হাজার ৭১৬ টাকা)।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ০৪/২০২০/১৩৫৫
আরও পড়ুন –
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি