![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আইওএস ১৪ আপডেট করে অনেক অ্যাপল ডিভাইস ব্যবহারকারীই সমস্যায় পড়েছেন। এসব সমস্যার মধ্যে আছে ফিটনেস ডেটা মুছে যাওয়া, হেলথ অ্যাপ ওপেন না হওয়া, ভুল স্টোরেজ রিপোর্ট দেখানো ও ব্যাটারির চার্জ দ্রুত ক্ষয়ে যাওয়া।
টুইটারে এক আইফোন ব্যবহারকারী জানিয়েছেন, কেউ আইওএস ১৪ আপডেট না দিয়ে থাকলে আর দেওয়ারও দরকার নেই। অবিশ্বাস্য দ্রুত গতিতে ব্যাটারি ক্ষয়ে যাচ্ছে। এক ঘণ্টায় ব্যাটারির চার্জ ৯০ শতাংশ থেকে ৩ শতাংশে নেমে এসেছে।
সব ব্যবহারকারী এতো প্রকট সমস্যায় পড়ছেন না। তবে ব্যাটারি ক্ষয়ে যাওয়া সমস্যাটি এড়িয়ে যাওয়ার মতো নয়।
আইওএস ১৪ এর বাগ ঠিক করতে ইতোমধ্যে আপডেট পাঠিয়েছে অ্যাপল। একই সঙ্গে জানিয়েছে, যদি কেউ উপরের উল্লেখিত যেকোনো দুটি সমস্যার সম্মুখীন হয় তবে আইফোন ও অ্যাপলওয়াচ আনপিয়ার করতে হবে। আইফোন ও অ্যাপলওয়াচের সব তথ্য আইক্লাউডে রাখতে হবে। এরপর আবার সব ডেটা রিস্টোর করতে হবে।
প্রক্রিয়াটি অ্যাপল অনুসরণ করতে বলেছে ভবিষ্যতে ডেটা হারানোর সমস্যা থেকে বাঁচতে, হারানো ডেটা খুঁজে পেতে নয়।
দ্য ভার্জ অবলম্বনে এজেড/ অক্টোবর ০৪/২০২০/১১২৬
আরও পড়ুন –
আপডেটে গতি ধীর হওয়ার আগেই জানাবে অ্যাপল
আইফোন ধীরগতি করার মাশুল দিচ্ছে অ্যাপল
আইফোন স্লো করায় জরিমানা অ্যাপলের
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি