ফ্ল্যাগশিপ আনছে ভিভো

ভিভো ভি২০। ছবি : সংগৃহীত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো নতুন ফোন ভিভো ভি২০ আনার ঘোষণা দিয়েছে।

ফোনটির ক্যামেরায় থাকবে ‘আই অটোফোকাস প্রযুক্তি’, যার মাধ্যমে ব্যবহারকারীরা যেকোন কিছুর পরিস্কার ছবি তুলতে পারবেন।

স্থির ও পরিস্কার ছবি তোলার পাশাপাশি ফোনটিতে আল্ট্রা এইচডি ভিডিও ধারণ করার সুবিধা ও পাওয়া যাবে। এছাড়াও, এই প্রযুক্তির মাধ্যমে সেলফি বা পোট্রেট তোলার সময় স্বয়ংক্রিয়ভাবে কালার টোন ঠিক রেখে বিষয়বস্তু বাছাই করে নেবে ক্যামেরা। তাই চলমান অবস্থাতেও স্থির ছবি তোলা যাবে।

Techshohor Youtube

ফোনটির পেছনে আছে ৬৪ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য আছে ৪৪ মেগাপিক্সেলের ক্যামেরা।

দেশে আগামী ৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এর উন্মোচন করা হবে।

এজেড/ অক্টোবর ০১/২০২০/১১৩০

আরও পড়ুন –

ভিভো ওয়াই২০ : গেইম চলবে ১১ ঘণ্টা

চার ক্যামেরার ভিভো এস১ প্রো রিভিউ

১০ বছর আগেই সিক্সজির লোগো তৈরি ভিভোর

*

*

আরও পড়ুন