Samsung IM Campaign_Oct’20

ফোল্ডেবল কম্পিউটারের বিক্রি শুরু

লেনোভো এক্স১ ফোল্ড। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এখন বেশ কয়েকটি ফোল্ডেবল ফোন আছে। তবে ফোল্ডেবল কম্পিউটার নেই।

এ অভাবই পূরণ করলো লেনোভো। তাদের ফোল্ডবল কম্পিউটার থিঙ্কপ্যাড এক্স১ ফোল্ডের প্রি-অর্ডার শুরু হয়েছে।

এতে আছে ১৩ দশমিক ৩ ইঞ্চির ফোল্ডেবল ওএলইডি ডিসপ্লে যা ভেতরের দিকে ভাঁজ হয়। তবে ভাঁজ বন্ধ করলেও ডিসপ্লে দুটি একে অপরের সঙ্গে চেপে থাকে না। সামান্য অংশ ফাঁকা থাকে। এই ফাঁকা জায়গায় রাখা যায় ব্লুটুথ কিবোর্ড।

এর ইন্টেল কোর প্রসেসরে হাইব্রিট প্রযুক্তি যুক্ত আছে। ডিভাইসটিতে আরও আছে ৮ জিবি র‍্যাম ও ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি স্টোরেজ। অপারটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১০ প্রি-ইনস্টল্ড থাকবে। ব্যাকআপের জন্য থাকবে ৫০ ওয়াটের ব্যাটারি। ফাইভজি কানেক্টিভিটি সমর্থিত কম্পিউটারটির দাম হবে ২ হাজার ৪৯৯ ডলার (২ লাখ ৯ হাজার ৯১৬ টাকা)।

ফোল্ডেবল কম্পিউটারটি তৈরি করতে লেনোভোর সময় লেগেছে ৫ বছর। চলতি বছর কনজিউমার ইলেক্ট্রনিক শোতে প্রথমবারের মতো থিঙ্কপ্যাড এক্স১ ফোল্ড প্রদর্শন করেছিলো লেনোভো।

ইউবারগিজমো অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ৩০/২০২০/১৩৩৩

*

*

আরও পড়ুন