Samsung IM Campaign_Oct’20

ফ্রি গুগল মিট ব্যবহারকারীদের জন্য সুখবর

গুগল। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : গুগল মিট অ্যাপের ফ্রি সংস্করণে আজ থেকে টাইম লিমিট বসানোর কথা ছিলো গুগলের। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া আগামী বছরের মার্চ পর্যন্ত টাইম লিমিট ছাড়া ফ্রি কলের সুবিধা দেবে টেক জায়ান্টটি।

গুগল মিটের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার সামির প্রধান এক ব্লগ পোস্টে লেখেন, সামনেই ছুটির মৌসুম শুরু হবে।  তখন সশরীরে অনেক অনুষ্ঠানেই যোগ দেওয়া যাবে না। বিয়ে বা পারিবারিক আড্ডায় ভিডিও কলের প্রয়োজন হবে। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে আমরাও ব্যবহারকারীদের সহায়তা করতে চাই। তাই গুগল মিটে আগামী ৩১ মার্চ পর্যন্ত আনলিমিটেড মিট কলের সুবিধা অব্যাহত রাখা হবে।

ব্যবসায়িক কাজের উদ্দেশ্যে তৈরি গুগল মিটের ফ্রি সংস্করণ উন্মোচিত হয় বছরের প্রথম দিকে। তখন গুগল জানিয়েছিল, ৩০ সেপ্টেম্বর থেকে ৬০ মিনিটের টাইম লিমিট কার্যকর হবে।

সিদ্ধান্তটি কার্যকর হলে গুগল মিট ব্যবহারকারীদেরকে কম সময়ে গুরুত্বপূর্ণ আলাপ সেরে নিতে হতো। কথা শেষ না হলে কল কেটে দিয়ে আবার নতুন করে সবাইকে ভিডিও কলের লিঙ্ক পাঠানোর ঝামেলেও পোহাতে হতো ভিডিও কলের হোস্টকে।

দ্য ভার্জ অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ৩০/২০২০/১২৩০

*

*

আরও পড়ুন