![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ক্যাশ বা কার্ড নয়, হাতের ছাপ নিয়ে বায়োমেট্রিক পেইমেন্ট সিস্টেম চালু করতে যাচ্ছে অ্যামাজন।
হাতের তালু স্ক্যান করানোর এই প্রযুক্তির নাম দেওয়া হয়েছে অ্যামাজন ওয়ান। এই সিস্টেমে অ্যামাজনের রিটেইল স্টোরে কারো সংস্পর্শে না এসেই পণ্যের মূল্য পরিশোধ করা যাবে। কার্ড ব্যবহারেরও প্রয়োজন হবে না। স্টেডিয়ামের মতো জায়গায়ও সহজে টিকেট কেনা যাবে।
আপাতত শুধু সিয়াটল ও ওয়াশিংটনে এই প্রযুক্তি চালু করতে যাচ্ছে অ্যামাজন। সেখানে গেটের কাছেই হাতের ছাপ স্ক্যান করার মেশিন বসানো হবে।
ফিঙ্গারপ্রিন্ট, ফেশিয়াল ও আইরিস রিকগনিশনের বিকল্প হিসেবে তারা ‘ইউনিক পাল্ম সিগনেচার’ ব্যবহার করবে।
অ্যামাজনের ভাইস প্রেসিডেন্ট ডিলিপ কুমার জানিয়েছেন, দুটি মানুষের হাতের তালুর ছাপ কখনও এক হয় না। তাই পরিচয় শনাক্ত করতে আমরা হাতের তালুর ছাপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
অ্যামাজন জানিয়েছে, হাতের ছাপের ছবি কখনই অ্যামাজন ওয়ান ডিভাইসে সংরক্ষণ করা হবে না। এগুলো সুরক্ষিত থাকবে কাস্টম-বিল্ড ক্লাউড স্টোরেজে।
অন্যান্য রিটেইলার শপেও এই প্রযুক্তির ব্যবহার শুরু হতে পারে। কারণ ইতোমধ্যে অ্যামাজন ওয়ান ডিভাইসটি কেনার আগ্রহ দেখিয়েছে তারা। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি অ্যামাজন।
ম্যাশেবল অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ৩০/২০২০/১১৪০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি