Techno Header Top and Before feature image

ভিভো ওয়াই২০ : গেইম চলবে ১১ ঘণ্টা

ভিভো ওয়াই ২০। ছবি : সংগৃহীত

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে ৫০০০ এমএএইচ ব্যাটারির বাজেট ফোন এনেছে চীনা কোম্পানি ভিভো। স্মার্টফোনটির মডেল ভিভো ওয়াই২০।

এতে সদ্য উন্মোচিত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ প্রসেসর আছে। প্রসেসরটির কারণে দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ফলে এক চার্জেই ১৬ ঘণ্টা পর্যন্ত মুভি স্ট্রিমিং সম্ভব হবে। এছাড়াও, টানা ১১ ঘণ্টা পর্যন্ত খেলা যাবে অনলাইন গেইম।

ভিভো ওয়াই২০ ফোনের ডিসপ্লেটি ৬ দশমিক ৫১ ইঞ্চি লম্বা। চোখের সুরক্ষায় ডিসপ্লেতে যুক্ত করা হয়েছে ‘আই প্রোটেকশান মোড’। আলট্রা গেইমিং মোড থাকায় স্মার্টফোনটিতে প্রো স্ট্যান্ডার্ড গেইমিংয়ের অভিজ্ঞতাও পাওয়া যাবে।

বাজেট ফোনটিতে আরও আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহারে দশমিক ২২ সেকেন্ডে অনস্ক্রিন এবং দশমিক ৩৭ সেকেন্ডে অফস্ক্রিন আনলক করা যাবে।

স্মার্টফোনটির র‌্যাম ৪ জিবি ও স্টোরেজ ৬৪ জিবি। চাইলে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ভিভো ওয়াই২০ ফোনের সামনে ৮ মেগাপিক্সেলের সিঙ্গেল এবং পেছনে  ১৩, ২ ও ২ মেগাপিক্সেলের ত্রিপল ক্যামেরা আছে।

দেশে ভিভো ওয়াই২০ পাওয়া যাবে অবশিডিয়ান ব্ল্যাক ও নেবুলা ব্লু রঙে। বাজারে ফোনটি কেনা যাচ্ছে ১৪ হাজার ৯৯০ টাকায়।

এজেড/ সেপ্টেম্বর ২৯/২০২০/১৪১৬

*

*

আরও পড়ুন