![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপ স্টোর ও প্লেস্টোর থেকে টিকটক অ্যাপ সরিয়ে নেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করেছে ওয়াশিংটনের এক বিচারপতি। ফলে টিকটক নিষিদ্ধ করাতে গুগল ও অ্যাপলের উপর জোর খাটাতে পারবে না মার্কিন সরকার।
রোববার রাতে টিকটক ডাউনলোডের উপর নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এরপরই জেলা জজ কার্ল নিকোলস সিদ্ধান্তটির উপর স্থগিতাদেশ জারি করেন।
এ বিষয়ে টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স বলে, মাঝরাতে নিষেধাজ্ঞাটি জারি করা সর্ম্পূণ অপ্রয়োজনীয় ছিলো। কারণ টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রম নিয়ে ট্রাম্প সরকারের সঙ্গে আলোচনা চলছে। অ্যাপ স্টোর ও প্লে স্টোর থেকে টিকটক সরানোর নির্দেশ মার্কিন সংবিধানের প্রথম এবং পঞ্চম সংশোধনী লঙ্ঘন করেছে।
সরকারি নির্দেশে স্থগিতাদেশ জারি না করলে মার্কিন টিকটক ব্যবহারকারীরা অ্যাপটি ডাউনলোড করা থেকে বঞ্চিত হতেন।
যুক্তরাষ্ট্রের ব্যবসা নিয়ন্ত্রণের জন্য ওরাকলকে বেছে নেয় টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স। গত ১৯ সেপ্টেম্বর মৌখিকভাবে বাইটড্যান্স ও ওরাকল চুক্তির অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ১২ নভেম্বর পর্যন্ত টিকটক ডাউনলোডের সুযোগ পেয়েছেন মার্কিনীরা।
দ্য গার্ডিয়ান অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৯/২০২০/১২৪৭
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি