অ্যাভেটার ২ মুক্তি পাবে ২০২২ সালে

অ্যাভেটর ২ সিনেমার কনসেপ্ট আর্ট। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সাই-ফাই সিনেমা অ্যাভেটার ২ এর শুটিং সম্পূর্ণ শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক জেমস ক্যামেরন।

২০০৯ সালে সাই-ফাই সিনেমাটির প্রথম কিস্তি মুক্তি পায়। সে সময় সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। এরপর অ্যাভেটারের আরও ৩ কিস্তি নির্মাণের পরিকল্পনা নেয়া হয়। কিন্তু নানা কারণে অ্যাভেটার ২ মুক্তির দিনক্ষণ ৮ বার পেছানো হয়।

আসন্ন ওয়ার্ল্ড সামিট এনভায়রনমেন্টাল কনফারেন্স উপলক্ষ্যে হলিউড অভিনেতা আর্নল্ড শোয়াজনিগারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অ্যাভেটর ২ এর কাজ ১০০ শতাংশ শেষ। বাকি সবার মতো কোভিডের কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হয়েছি। শুটিং বন্ধ ছিলো সাড়ে ৪ মাস। এ কারণে অ্যাভটার ২ মুক্তির তারিখ আরও এক বছর পেছানো হয়েছে। সিনেমাটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। অ্যাভেটার ৩ এর শুটিংও ৯৫ শতাংশ শেষ। সিনেমাটি মুক্তি পাবে ২০২৪ সালের ডিসেম্বরে।

Techshohor Youtube

সর্বকালের সব রেকর্ড ভেঙে ২০০৯ সালে ২ বিলিয়ন ডলার আয় করেছিল অ্যাভেটার। পরে ২০১৯ সালে মুক্তি প্রাপ্ত অ্যাভেঞ্জারর্স : এন্ড গেইম আয়ের রেকর্ডটি ভেঙে দেয়।

ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৯/২০২০/১১

*

*

আরও পড়ুন