স্থগিতাদেশ উঠেছে, স্বাভাবিক লেনদেন করতে পারবে ইভ্যালি

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইভ্যালির অ্যাকাউন্ট স্থগিত রাখার মেয়াদ বাড়ায়নি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

ফলে ইভ্যালির স্বাভাবিক লেনদেন করতে আর বাধা নেই।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান আবু হেনা রাজী হাসান টেকশহরডটকমকে জানান, ‘আমরা মেয়াদ আর বাড়াইনি। আমরা এটার উপর যেটা করেছি তা আইনপ্রয়োগকারী সংস্থার কাছে দিয়ে দিয়েছি। আর মেয়াদটা বাড়ানো হয়নি।’

Techshohor Youtube

মেয়াদ না বাড়ানোয় ইভ্যালি স্বাভাবিক লেনদেন চালাতে পারবে কিনা এমন প্রশ্নে বিএফআইইউ প্রধান বলেন, ‘যেহেতু বাড়ানো হয়নি চালাতে পারবে। আমরা নিজেদের থেকে এই স্থগিতাদেশের মেয়াদ বাড়াইনি।’

গত ২৭ আগস্ট বাংলাদেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে ইভ্যালির অ্যাকাউন্ট স্থগিতাদেশের চিঠি পাঠিয়েছিল ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট।

প্রতিষ্ঠানগুলোর কাছে চিঠি ইস্যুর তারিখ হতে ৫ কার্যদিবসের মধ্যে ইভ্যালি এবং ইভ্যালির এমডি ও সিইও এবং চেয়ারম্যানের অ্যাকাউন্টের যাবতীয় লেনদের বিস্তারিত চেয়েছিল তারা।

এডি/২০২০/সেপ্টেম্বর২৮/১৯২০

আরও পড়ুন

‘আইন ভাঙিনি, ক্রেতা-বিক্রেতার ভালোর জন্য ইভ্যালি’

ইভ্যালির অ্যাকাউন্ট ৩০ দিন স্থগিত, বিস্তারিত চেয়ে চিঠি

*

*

আরও পড়ুন