![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কোভিড-১৯ রোগের বিস্তাররোধে ইউভি রশ্মির মাধ্যমে করনাভাইরাস ধ্বংস করার সুবিধা এনেছে স্যামসাং।
কাস্টমার কেয়ারে গিয়ে ‘ফ্রি ইউভি স্টেরিলাইজেশন’ সেবাটি বিনামূল্যে নিতে পারবেন ক্রেতারা।
জীবাণুমুক্তকরণের প্রক্রিয়াটি একটিচারকোণা বাক্সে সম্পন্ন করা হবে, যা ওয়্যারলেস প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হবে। ‘আইটিএফআইটি ইউভি স্টেরিলাইজার’ নামের একটি ডিভাইস দিয়ে আল্ট্রাভায়োলেট (ইউভি) রশ্মির মাধ্যমে ১০ মিনিটের মধ্যে ৯৯ শতাংশ পর্যন্ত ব্যাকটেরিয়া ধ্বংস করা হবে। বাক্সটির বিকল্প পাশে থাকা একাধিক ইউভি ল্যাম্প মোবাইল, চশমা, ইয়ারফোন, হাতঘড়ি এবং অন্যান্য ছোট ইলেকট্রনিক সামগ্রীগুলো জীবাণুমুক্ত করবে।
তাৎক্ষণিকভাবে ডিভাইস জীবাণুমুক্ত করার এ সেবা দেওয়ার প্রসঙ্গে স্যামসাং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার স্যাংওয়ান ইয়ুন বলেন, বৈশ্বিক মহামারির এ প্রতিকূল সময়ে, স্যামসাং ক্রেতাদের আশ্বস্ত করতে চায় যে তাদের ডিভাইস সঠিক যত্নের অধীনে রয়েছে।
এজেড/ সেপ্টেম্বর ২৭/২০২০/২০১০
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি