Techno Header Top and Before feature image

ফোর্টনাইট চাইলে আইওএস ১৪ থেকে দূরে থাকুন

ফোর্টনাইট গেইমের দৃশ্য। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অ্যাপলের নতুন আপডেট আইওএস ১৪ ফোনে ইনস্টল করতে চাইলে ফোর্টনাইটের মায়া ছাড়তে হবে। একবার আপডেট দিয়ে ফেললে গেইমটি আর ইনস্টল করা যাবে না। টুইটার অ্যাকাউন্ট ফোর্টনাইট স্ট্যাটাস থেকে এ বিষয়ে আইওএস ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে।

টুইটে বলা হয়, আইওএস ১৪ আপডেট করলে ফোর্টনাইট প্লেয়াররা আর গেইমটিতে ঢুঁকতে পারবেন না। সফটওয়্যার আপডেট দেওয়ার সময় সাময়িকভাবে অ্যাপ মুছে ফেলার বার্তা দেখানো হচ্ছে। তবে এই বার্তা ফোর্টনাইটের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আপডেট দিলেই গেইমটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যাবে। এরপর চেষ্টা করেও আর গেইমটি ইনস্টল করা যাবে না। কারণ অ্যাপ স্টোর থেকে ফোর্টনাইট সরিয়ে নিয়েছে অ্যাপল।

যাদের আইওএস ডিভাইসে গেইমটি ইনস্টল করা আছে তারা ফোর্টনাইটের কোনো সিকিউরিটি আপডেট পাবেন না। একইসঙ্গে অ্যাপল ডিভাইসের ব্যবহারকারী ব্যতীত আর কারো সঙ্গেও গেইমটি খেলতে পারবেন না।

অ্যাপল ও ফোর্টনাইটের নির্মাতা কোম্পানি এপিক গেইমসের বিরোধ শুরু হয় আগস্টের শুরুতে। অ্যাপ স্টোরকে এড়িয়ে সরাসরি এপিক গেইমসের ওয়েবসাইট থেকে ইন-অ্যাপ পার্চেসে ডিসকাউন্ট পাচ্ছিলো গেইমাররা। এতে ইন-অ্যাপ পার্চেস থেকে প্রাপ্ত ৩০ শতাংশ অর্থ থেকে বঞ্চিত হচ্ছিলো অ্যাপল। ফলে নীতিমালা ভঙের দায়ে ফোর্টনাইট গেইমটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে ফেলে অ্যাপল। এতে অ্যাপলের বিরুদ্ধে মামলা করে এপিক গেইমস। শীঘ্রই তাদের এই আইনি লড়াই শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ইউবারগিজমো অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৭/২০২০/১২৫০

*

*

আরও পড়ুন