Samsung IM Campaign_Oct’20

হুয়াওয়ের নির্মাণাধীন ল্যাবে আগুন

আগুনে সৃষ্ট কালো ধোঁয়ার কুণ্ডলী। ছবি : ইন্টারনেট
Evaly in News page (Banner-2)

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হুয়াওয়ের রিসার্চ সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জন মারা গেছে।

শুক্রবার চীনের দক্ষিণাঞ্চলে ডনগুয়ান শহরে হুয়ওয়ের রিসার্চ ফ্যাসিলিটিতে আগুন লাগে। তবে ভবনটি নির্মাণাধীন হওয়ায় ক্ষয়ক্ষতি কম হয়। আগুন লাগার পরই সব র্নিমাণকর্মীকে সরিয়ে নেওয়া হয়।

হুয়াওয়ের রির্সাচ সেন্টারটিতে ফোরজি ও ফাইভজি অ্যাণ্টিনার বিষয়ে গবেষণার পরিকল্পনা ছিলো। ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, শব্দ নিরোধী তুলা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির একটি ভিডিও চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ভবনটি থেকে কালো ধোঁয়া বের হচ্ছে।

স্টিলের অবকাঠামো দিয়ে ভবনটি তৈরি করা হচ্ছিল। ব্যাপক আকারে ছড়িয়ে পড়া আগুন নেভাতে ১৪০ দমকল কর্মীর প্রয়োজন হয়।

আলজাজিরা অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৭/২০২০/১২

*

*