Techno Header Top and Before feature image

ইনস্টাগ্রামে জেনিফারের রেকর্ড ভাঙলেন ডেভিড অ্যাটেনবারা

ওয়াইল্ড লাইফ ডকু সিরিজ ন্যারেটর 'ডেভিড অ্যাটেনবারা'। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেই রেকর্ড গড়েছেন গ্রেট ব্রিটেনের জাতীয় ব্যক্তিত্ব ডেভিড অ্যাটেনবারা।

ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার ৪ ঘণ্টা ৪৪ মিনিটের মধ্যে ১০ লাখ মানুষ ফলো করা শুরু করেন তাকে। এখন পর্যন্ত মাত্র দুটি ছবি দিলেও তার ফলোয়ার সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ।

এর আগে দ্রুততম সময়ে ১ মিলিয়ন ফলোয়ার জোটানোর রেকর্ড ছিলো টিভি সিরিজ ফ্রেন্ডসের অভিনেত্রী জেনিফার অ্যানিস্টোনের দখলে। ১ মিলিয়ন ফলোয়ার পেতে তার সময় লেগেছিলো ৫ ঘণ্টা ১৬ মিনিট। গত বছর অক্টোবরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিলেন।

ডেভিড অ্যাটেনবারা অভিনেতা বা খেলোয়াড় নন। শুধু ওয়াইল্ড লাইফ নিয়ে ডকু সিরিজ তৈরি করেই তুমুল খ্যাতি পেয়েছেন তিনি। কিছু ডকু সিরিজ তৈরি করতে বনে জঙ্গলে দিনের পর দিনে ঘুরে বেড়িয়েছেন তিনি। বর্তমানে ৯৩ বছর বয়সেও একের পর এক ডকু সিরিজে কণ্ঠ দিচ্ছেন ডেভিড। প্ল্যানেট আর্থ, প্ল্যানেট আর্থ ২, আওয়ার প্ল্যানেট, ব্লু প্ল্যানেট, ফ্লাইং মনস্টারস ও আফ্রিকা ডকুমেন্ট্রিতে কণ্ঠ দিয়েছেন তিনি।

আগামী অক্টোবরে নেটফ্লিক্সের ডকুমেন্ট্রি ‘এ লাইফ অন আওয়ার প্ল্যানেট’ এ দেখা যাবে তাকে। সেখানে গল্পের ছলে পশুপাখি, জীব-জন্তু ও প্রাকৃতিক পরিবেশ রক্ষার তাগিদ দেবেন তিনি। একইসঙ্গে নিজের জীবনের নানা গল্পও বলবেন ডেভিড।

প্ল্যানেট আর্থ ২ এ প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব বর্ণনা করেছিলেন তিনি। এরপরই ২০১৯ সালে প্লাস্টিককে রিসাইকেলিং করে অন্য কাজে ব্যবহারে আগ্রহী হয়ে ওয়ে ব্রিটিশরা। গুগল সার্চে প্লাস্টিক রিসাইকেলিং বিষয়ে সার্চ বেড়ে যায় ৫৫ শতাংশ।

বিবিসি অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৬/২০২০/১৩

আরও পড়ুন 

গোপনে ব্যবহারকারীর সবই দেখছে ইনস্টাগ্রাম!

টিকটকের নকল ইনস্টাগ্রাম রিলস, দাবি ব্যবহাকারীদের

ইনস্টাগ্রাম ডিএম ও ম্যাসেঞ্জারের একীভূতকরণ শুরু

ইনস্টাগ্রামের ছবি সেইভ করবেন যেভাবে

ইনস্টাগ্রাম সহ-প্রতিষ্ঠাতারা আনলেন কোভিড-১৯ স্প্রেড ট্র্যাকার

*

*

আরও পড়ুন