![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পাঁচ ক্যামেরার ফোন আনতে যাচ্ছে স্যামসাং। নতুন এই রিয়ার ক্যামেরা সেটআপ দেখা যাবে গ্যালাক্সি এ৭২ ফোনে। এটি হবে গ্যালাক্সি এ৭১ এর উন্নত সংস্করণ।
মিডরেঞ্জের ফোনটি চলতি বছরের শেষে বা আগামী বছরের প্রথম ভাগে বাজারে আসবে।
পেন্টা লেন্সের একটিতে থাকবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ডেপথ সেন্সর। সামনে থাকবে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
স্যামসাংয়ের ফোনে পেন্টা ক্যামেরা এবারই প্রথম দেখা যাবে। তবে বিশ্বের প্রথম পেন্টা ক্যামেরা আনার রেকর্ডটি অনেক আগেই নকিয়ার দখলে চলে গেছে। নকিয়া ৯ পিওরভিউ ফোনটি বাজারে আসে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। চলতি বছর শাওমির এমআই নোট ১০ ফোনেও পেন্টা লেন্স দেখা যায়।
বিবোম অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৬/২০২০/১১৫১
আরও পড়ুন –
পেন্টা লেন্সের সিসি৯ প্রো আনলো শাওমি
বাড়ি নং : ৪৮২, রোড নং : ৬, এভিনিউ : ৬, মিরপুর ডিওএইচএস, ঢাকা-১২১৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি