Techno Header Top and Before feature image

স্থায়ীভাবে কেনা যাবে মাইক্রোসফট ৩৬৫

মাইক্রোসফট ৩৬৫ একইসঙ্গে কয়েকটি ডিভাইসে ব্যবহার করা যায়। ছবি : ইন্টারনেট

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোসফট ৩৬৫ এর সব অ্যাপ একসাথে পেতে সাবস্ক্রাইবার হতে হয়। তবে এবার সাবস্ক্রাইব না করেও প্ল্যাটফর্মটি ব্যবহারের সুবিধা আনছে মাইক্রোসফট। এর জন্য একবারে মাইক্রোসফট ৩৬৫ ক্লাউড প্ল্যাটফর্মটি কিনে নিতে হবে।

এবারই প্রথম নয়, এর আগেও অফিস ২০১৯ স্থায়ীভাবে কেনার সুযোগ দিয়েছিলো মাইক্রোসফট। অফিস ২০১৯ এর আওতায় ছিল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক, স্কাইপ ফর বিজনেস এবং এক্সচেঞ্জ, শেয়ারপয়েন্ট ও স্কাইপ ফর বিজনেস সার্ভার।

এবারের মাইক্রোসফট ৩৬৫ সেবাতেও একই অ্যাপ ও সার্ভার কেনা যাবে। আগামী বছরের শেষভাগে সেবাটি চালু করবে মাইক্রোসফট। ম্যাক ব্যবহারকারীরাও সেবাটি নিতে পারবেন। স্থায়ীভাবে ক্লাউড প্ল্যাটফর্মটি কিনতে কতো খরচ করতে হবে তা এখনও জানা যায়নি।

মাইক্রোসফট ৩৬৫ এর সাবস্ক্রিপশন প্ল্যান অনুযায়ী, প্রতি মাসে একজন সেবাটি ব্যবহার করলে খরচ হয় ৬ দশমিক ৯৯ ডলার। বছরে খরচ হয় ৬৯ দশমিক ৯৯ ডলার। একসঙ্গে ৬ জন ক্লাউড প্ল্যাটফর্মটি ব্যবহার করলে খরচ হয় ৯ দশমিক ৯৯ ডলার। বছরে খরচ হয় ৯৯ দশমিক ৯৯ ডলার।

উইন্ডোজসেন্ট্রাল অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৫/২০২০/১৯২৬

*

*

আরও পড়ুন