![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জুম মিটিংয়ের ব্যাকগ্রাউন্ড এখন অ্যান্ড্রয়েড ফোন থেকেও পরিবর্তন করা যাবে। উইন্ডোজ, ম্যাক ওএস, আইওএস ও আইপ্যাডওএসের পর নতুন আপডেটে অ্যান্ড্রয়েডের জন্য ফিচারটি আনলো জুম।
জুম 5.3.52640.0920 সংস্করণের অ্যাপটি প্লে স্টোর থেকে নামাতে হবে। এরপর জুমের নিজস্ব ছবি বা গ্যালারিতে থাকা ইমেজ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে হবে। কাজটি করতে জুম অ্যাপের ‘More’ অপশনে ক্লিক করে ‘Virtual Background’ অপশনটি বেছে নিতে হবে।
আপাতত ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে শুধু ইমেজ ব্যবহার করা যাবে। পরবর্তীতে ভিডিও ব্যাকগ্রাউন্ডের ফিচারও আনবে জুম। তবে ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে শক্তিশালী ফোন প্রয়োজন হবে।
নতুন আপডেটে ডিভাইস অডিও শেয়ারের অপশন আনা হয়েছে। এছাড়াও, একটি জুম মিটিংকে ৫০টি সেশনে ভাগ করতে ব্রেকআউট রুম নামেও একটি ফিচার এনেছে তারা।
মহামারি শুরুর পর আশাতীত সাফল্য পেয়েছে জুম। বর্তমানে দিনে ৩০ কোটি মিটিং হচ্ছে ভিডিও কনফারেন্সিং অ্যাপটিতে।
বিবোম অবলম্বনে এজেড/ সেপ্টেম্বর ২৪/২০২০/১১২৫
বাড়ি নং : ২২০, রোড নং : ২, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬ মোবাইল নং : ০১৭৬১৬৪৪০৭৮, ই-মেইল : [email protected]
কপিরাইট © ২০২২ টেকশহরডটকম দ্বারা সর্বস্বত্ব সংরক্ষিত
এ ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি